পাঁচলাইশে জ্বলছে আগুন, ৩০ মিনিটেও পৌঁছেনি দমকল গাড়ি

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ মির্জাপুল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার ৩০ মিনিটেও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কতৃপক্ষের কোন গাড়ি ঘটনাস্থলে পৌঁছেনি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কতৃপক্ষ আগুন নেভাতে পাঁচটি ইউনিটের ১২টি গাড়ি কাজ করছে বলে দাবি করেছে।

সরেজমিনে দেখা যায়, পাঁচলাইশ মির্জাপুল ডেকোরেশন গলির সাত্তার কলোনির বস্তিতে আগুনের সূত্রপাত হয় শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল ১০টা ২০ মিনিটে।

এ রিপোর্ট লেখা পযর্ন্ত (সকাল ১০টা ৫০ মিনিটে) আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কোন গাড়ি ঘটনাস্থলে পৌঁছেনি। সকাল ১১টায় দমকলের গাড়ি ঘটনাস্থলে পৌঁছে।

পাঁচলাইশে জ্বলছে আগুন, ৩০ মিনিটেও পৌঁছেনি দমকল গাড়ি 1

স্থানীয় বাসিন্দা ও নগর স্বেচ্ছাসেবক লীগ নেতা দেলোয়ার হোসেন ফরহাদ চট্টগ্রাম প্রতিদিনকে জানান, ফায়ার সার্ভিসের গাড়ি আসতে দেরি হওয়ায় আগুন বস্তি থেকে আরও ২টি ভবনে ছড়িয়ে পড়ে।

তবে ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

আদর/এসএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!