পত্রিকা কিনতে গিয়ে নিখোঁজ প্রবাসী, দেড় বছরেও সন্ধান মেলেনি

নিখোঁজের দেড় বছর পেরিয়েছে। এখনো সন্ধান মেলেনি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বারদোনা গ্রামের আবদুস ছোবহানের (৬২)।

জানা গেছে, ২০১৮ সালের ১৩ ফেব্রুয়ারি নগরীর বাকলিয়া নিরাপদ আবাসিক মাদ্রাসা ভবন ৬০৩ থেকে সকাল ৮টার দিকে সংবাদপত্র কেনার জন্য বের হলে আর ফেরেনি। আজো সন্ধান মেলেনি।

নিখোঁজের স্ত্রী নুরুন নাহার বলেন, ‘এ ঘটনায় ১৪ ফেব্রুয়ারি বাকলিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার মেয়ে কামরুন নেছা। এখনো পর্যন্ত আইন-শৃংখলা বাহিনী কোন তথ্য দিতে পারেনি। তাকে খোঁজার ব্যাপারে পিবিআইয়ের কাছে গেলেও তেমন সহযোগিতা পাইনি।’

নুরুন নাহার জানান, তার স্বামী দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন। সেখানে তিনি ব্যবসা করতেন। ২০১৭ সালের ডিসেম্বরের শুরু দিকে তিনি দেশে আসেন। আসার পর থেকে নামে- বেনামে বিভিন্ন লোক টাকা চেয়ে হুমকি দিতেন। বর্তমানে ছেলেমেয়ে নিয়ে নিরাপত্তাহীনতায় আছেন বলে অভিযোগ করেন।

এই প্রসঙ্গে বাকলিয়ার থানার ওসি নেজাম উদ্দিন বলেন, ‘আমি এই থানায় নতুন এসেছি। যেহেতু লোকটাকে পাওয়া যায়নি। তাহলে খোঁজ-খবর নেওয়া হবে।’

এএম/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!