নগরীতে তিনদিনের ‘ঈদ এক্সট্রাভ্যাগেনজা’ ২৫ এপ্রিল থেকে

ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের কার্যক্রম তুলে ধরতে তিন দিনব্যাপী ‘ঈদ এক্সট্রাভ্যাগেনজা’ ২৫ থেকে ২৭ এপ্রিল দি পেনিনসুলা চিটাগং-এর ডালিয়া হলে অনুষ্ঠিত হবে।

ইভেন্ট প্ল্যানার লামোর ইভেন্ট, রিফাত ক্রিয়েশন এবং ‘মেক-আপ সেক-আপ’ ফেসবুক গ্রুপের উদ্যেগে আয়োজিত এ অনুষ্ঠানে নারী ও শিশুদের পোশাক প্রদর্শনী, নারী উদ্যোক্তাদের পোশাক প্রদর্শনী, লাইভ মেকআপ টিউটোরিয়াল, ফ্রি মেহেদী, ফ্রি ফুড ভাউচার, স্টাইলিং, ফ্রি ফটোশুট, ফুড ভাউচার, ফিটনেস কনসালটেন্সি, ফিটনেস জিমে ডিসকাউন্ট অফার, র‌্যাফেল ড্রসহ নানা আয়োজন থাকছে।

প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকবে বলে জানিয়েছেন লামোর ব্যবস্থাপনা পরিচালক সাদ শাহরিয়ার। এ উপলক্ষে চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন লামোর-এর পরিচালক সাইফ শোয়েব, রিফাত ক্রিয়েশনের স্বত্ত্বাধিকারী রিফাত সুলতানা, ‘মেক-আপ সেক-আপ’ গ্রুপের স্বত্ত্বাধিকারী জুহি চৌধুরী ও টাইটেল স্পন্সর হিস্ট্রি বাই ম্যানহুড-এর স্বত্ত্বাধিকারী তৈয়বুল আলম জিকু।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!