দায়িত্বের বাইরে যে ‘দায়িত্ব’ পালন করছেন চট্টগ্রাম জিআরপি থানার ওসি

বাংলাদেশ রেলওয়ের সীমানায় আইন প্রয়োগকারী সংস্থা হিসাবে কাজ করে রেলওয়ে পুলিশ (জিআরপি)। রেলস্টেশনের প্ল্যাটফর্মের শৃঙ্খলা রক্ষা, ট্রেন ভ্রমণে যাত্রীদের সুরক্ষিত রাখাই তাদের প্রধান কাজ। রেল দুর্ঘটনা ঘটলে উদ্ধার তৎপরতা নিশ্চিতের কাজটিও করতে হয় জিআরপি পুলিশকে। এককথায় কাগজে-কলমে রেলভিত্তিক পুলিশিং-ই জিআরপি পুলিশে একমাত্র কার্যক্রম।

কিন্তু না, রেলওয়েভিত্তিক কর্মকাণ্ডের বাইরেও আছে রেলওয়ে পুলিশের ওসির ভূমিকা। এ ভূমিকা পোশাকি দায়িত্বের বাইরের, এ ভূমিকা মানবিক পুলিশিংয়ের।

দায়িত্বের বাইরে যে ‘দায়িত্ব’ পালন করছেন চট্টগ্রাম জিআরপি থানার ওসি 1

এ দায়িত্বের অংশ হিসেবে করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে অসহায় মানুষের ঘরে ঘরে যাচ্ছে চট্টগ্রাম জিআরপি পুলিশের খাদ্যসহায়তা। এ উদ্যোগ হাতে নিয়েছেন চট্টগ্রাম জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজ ভূঁইয়া। ব্যক্তিগত উদ্যোগেই তিনি এই সহায়তা দিচ্ছেন অসহায়দের।

এ বিষয়ে মোস্তাফিজ ভূঁইয়া বলেন, ‘চট্টগ্রাম নতুন ও পুরাতন রেলস্টেশন, নগরীর স্টেশনরোড, আমবাগান বস্তি, ফিরোজ শাহ, আকবর শাহ, আসকার দীঘির পাড়, কদমতলী, টাইগারপাস, মাদারবাড়ী, সিআরবি’র ছিন্নমূল ও ভাসমান মানুষকে আমরা রমজানে প্রতিদিনই ইফতার সামগ্রী দিচ্ছি। এছাড়া লকডাউন শুরুর পর থেকেই প্রতিসপ্তাহে অন্তত ২০০ ঘরে পাঠানো হয়েছে খাদ্যসামগ্রী। গত একমাসে অন্তত ৮০০ ভাসমান মানুষ, কুলি, হিজরা, দিনমজুর, সিএনজি চালক, রিকশা চালককে খাদ্যসামগ্রী ও সুরক্ষা সামগ্রী উপহার দিয়েছি আমরা।’

তিনি আরও বলেন, ‘আমার এই উদ্যোগকে সহজ করে দিয়েছে আমার আমেরিকা প্রবাসী ফুফু, স্বজন ও মুক্তমনা বন্ধুদের আর্থিক সহযোগিতা। স্টেশন রোডের অসংখ্য ক্ষুধার্ত কুকুরকেও আমার সহধর্মিণী মেহেরীন ইসলাম নিজেই রান্না করে খাবার দেন।’

মোস্তাফিজ ভূঁইয়া আরও বলেন, ‘চট্টগ্রাম জিআরপি থানার পরিধি গোটা চট্টগ্রাম বিভাগ বলা চলে। জিআরপি থানা কার্যালয় এলাকায় রেললাইনের আশেপাশে রয়েছে হাজারো হতদরিদ্র মানুষের বসবাস। বাস্তুহারা মানুষের অঘোষিত আশ্রয় কেন্দ্র রেললাইনের পাশের ছোট ছোট ঘরগুলো।’

তিনি বলেন, ‘করোনার সংক্রমণ ঠেকাতে সবকিছু বন্ধ থাকায় দায়িত্ব পালনে অনেকেই কিছুটা স্বস্তিতে রয়েছে। কিন্তু মানসিকভাবে এই স্বস্তিতে নেই আমরা কেউই। কারণ পেশাগত জীবনে ২০ বছরের মধ্যে এ ধরনের মানবিক সংকট আমরা দেখিনি। এই পরিস্থিতিতে দুঃখী অসহায় মানুষের ঘরে ঘরে নিজেকে পৌঁছাতে পারাই জীবনের সার্থকতা।’

আদর/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!