ঢাকায় মানববন্ধন, কক্সবাজারের কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধের দাবি

২০৫০ সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যের কোটায় নামিয়ে আনতে বাংলাদেশসহ বিশ্বের সব দেশের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধের দাবি জানিয়েছে সামাজিক সংগঠন সবুজ আন্দোলন। শুক্রবার (২৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, উন্নত দেশগুলো কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ থেকে সরে আসছে। নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করছে। ২০১৮ সালে সারা বিশ্বের মোট কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের সিংহভাগ চীন ও ভারতে নির্মিত হয়েছে। বাংলাদেশ সরকার চট্টগ্রাম ও কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করতে চাচ্ছে। যা দেশে পরিবেশ বিপর্যয় ডেকে আনবে।

তারা বলেন, আমরা সরকারকে নতুন করে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ না করার জোর আহ্বান জানাচ্ছি। ডোনাল্ড ট্রাম্প যাতে প্যারিস চুক্তি মেনে চলতে বাধ্য হয়, সে বিষয়ে যুক্তরাষ্ট্রকে চাপ প্রয়োগ করতে বিশ্ব নেতাদের আহ্বান জানাই।

মানববন্ধনে সবুজ আন্দোলনের চেয়ারম্যান বাপ্পি সরদার, সহ-সভাপতি ড. রুহুল আমিন চৌধুরীসহ অন্যান্য কর্মীরা উপস্থিত ছিলেন।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!