রাঙ্গুনিয়ার ইউপি চেয়ারম্যান পদে নৌকা পেলেন মুজিবুল-নুর

আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দুই ইউপিতে মনোনয়ন দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। শুক্রবার (২৯ নভেম্বর) মনোনয়ন বোর্ডের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে দেশের বিভিন্ন জেলার ১৭টি ইউপিতেও মনোনয়ন দেওয়া হয়।

গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে এ মনোনয়ন দেওয়া হয়।

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগরে মুজিবুল হক ও স্বনির্ভর রাঙ্গুনিয়ায় নুর উল্লাহ নৌকা প্রতীক পেয়েছেন।

রাঙ্গুনিয়ার মরিয়মনগর ও স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউপি নির্বাচন দীর্ঘ ৮ বছর পর নির্বাচন হতে যাচ্ছে। দলীয় প্রতীকে এই ইউনিয়নে চেয়ারম্যান পদে ভোটযুদ্ধে অংশ নেবেন প্রার্থীরা। ২০১৬ সালে তৃণমূল ভোটে এই দুই ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় প্রার্থী নির্বাচিত হলেও তখন উচ্চ আদালতের একটি মামলায় ইউনিয়ন দুটির নির্বাচন স্থগিত হয়ে যায়। তবে গত ২১ নভেম্বর নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে এই দুই ইউনিয়নেই ভোটের আবহ শুরু হয়েছে।

মরিয়মনগরে ১৪ হাজার ৯৬৭ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ৬৪৮ জন এবং নারী ভোটার ৭ হাজার ৩১৯ জন।

অন্যদিকে স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নে ১১ হাজার ১২ জন মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৫ হাজার ৬২৪ জন এবং নারী ভোটার ৫ হাজার ৩৮৮ জন।

আগামী ৩০ ডিসেম্বর ইউনিয়ন দুটির ১৮টি ভোট কেন্দ্রের ৭৪টি বুথে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবেন।

এডি/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!