ডজন মামলার পলাতক আসামি ল্যাংড়া রিফাত কারাগারে

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকার তালিকাভুক্ত ছিনতাইকারী শাহাদাত হোসেন ওরফে ল্যাংড়া রিফাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানো হয়।

সোমবার (৫ এপ্রিল) দুপুরে তাকে বহদ্দারহাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, দুর্ধর্ষ এই ছিনতাইকারীর বিরুদ্ধে বিভিন্ন সময় অন্তত এক ডজন মামলা রয়েছে। সর্বশেষ চান্দগাঁও বারাইপাড়ায় এক যুবককে কুপিয়ে হাতের কব্জি বিচ্ছিন্ন করে দেওয়ার মামলায় আসামি ছিল রিফাত। এছাড়াো অস্ত্র, মাদক ও জুয়ার পৃথক তিনটি মামলার আসামিও রিফাত।

এ বিষয়ে বহদ্দারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই অধীর চৌধুরী বলেন, চান্দগাঁওয়ে গত সপ্তাহে জুয়ার আখড়ার সম্পৃক্ত ও বারাইপাড়া এক যুবককে কুপিয়ে হাতের কজ্বি বিচ্ছিন্ন করা ঘটনায় দায়ের হওয়া মামলার পলাতক আসামি রিফতাকে দুপুর আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, নগরের বিভিন্ন এলাকায় মোটরসাইকেল নিয়ে ঘুরে দীর্ঘদিন যাবদ ছিনতাই করে আসছিল ল্যাংড়া রিফাত ও তার সহযোগীরা। তার বিরুদ্ধে এক ডজন মামলা দায়ের হলেও এই প্রথম পুলিশের হাতে ধরা পড়ল দুর্ধর্ষ ছিনতাইকারী রিফাত।

আরএ/এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!