টিকিট ছাড়া ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনে চড়তে গিয়ে ধরা ২৫ যাত্রী

ঢাকা-কক্সবাজার রুটের ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনে বিনা টিকিটে ভ্রমণ করে ধরা খেলেন ২৫ যাত্রী। পরে তারা ১০ হাজার ১২০ টাকা জরিমানা গিয়ে পার পান।

রোববার (৩ ডিসেম্বর) ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজার এক্সপ্রেস ভোর ৪টা ৫০ মিনিটে চট্টগ্রাম পৌঁছালে ২৫ জন বিনা টিকিটে ভ্রমণকারী যাত্রী আটক করে চট্টগ্রাম রেলওয়ে দায়িত্ব টিটিরা।

রেলওয়ে বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা তারেক মোহাম্মদ ইমরান বলেন, ‘বিনা টিকিটে রেল ভ্রমণের সুযোগ নেই। বিনা টিকেট যাত্রীদের বিরুদ্ধে আরও কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা আজ ২৫ জনকে আটক করেছি। তাদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে।’

রেলওয়ে বাণিজ্যিক দপ্তর সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাতে কমলাপুর থেকে ছেড়ে আসা কক্সবাজার এক্সপ্রেস ট্রেন চট্টগ্রাম রেলস্টেশনে পৌঁছে ভোর ৪টা ৫০ মিনিটে। চট্টগ্রাম রেলস্টেশন থেকে ভোর ৫টা ১০ মিনিটে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায়।

এর আগে ঢাকা থেকে আসা ২৫ জন যাত্রী চট্টগ্রাম স্টেশন নেমে যায়। তারা গেইট অতিক্রম করার সময় টিকিট দেখাতে ব্যর্থ হয়। পরে তাদের যাত্রীকে আটকের পর তাদের কাছ থেকে মোট ১০ হাজার ১২০ টাকা জরিমানা আদায় করা হয়।

জেএস/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!