জাহাজ কেটে পরিবেশের ক্ষতি, জরিমানা ৮ লাখ

চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে অনুমোদন ছাড়া জাহাজ কেটে পরিবেশের ক্ষতি করায় মালিককে আট লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগরের পরিচালক মোহাম্মদ নূরুল্লাহ নূরী শুনানি শেষে এ জরিমানার আদেশ দেন। একইসঙ্গে আগামী ৭ দিনের মধ্যে এসব জরিমানা পরিশোধ করারও নির্দেশ দিয়েছেন তিনি।

এর আগেও ওই জাহাজকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষও এক লাখ টাকা জরিমানা করেছিল। তবে সম্প্রতি জাহাজটি কেটে নিয়ে যাওয়ার কাজ শুরু করেছে মালিকপক্ষ। বন্দরের পাওনা না দিয়ে এবং পরিবেশের অনুমতি ছাড়া জাহাজটি কাটতে শুরু করায় বন্দরের আইন লঙ্ঘন করেছে জাহাজটির মালিক। এ আইন লঙ্ঘন করায় জাহাজ মালিককে গত মঙ্গলবার এক লাখ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

ওই সময় জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই’র তথ্যেরভিত্তিতে চট্টগ্রাম বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট গৌতম বারৈ অভিযান পরিচালনা করেছিল।

এ বিষয়ে চট্টগ্রাম বন্দরের নির্বাহী ম্যাজিস্টেট গৌতম বারৈ চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, আমরা পরিবেশ অধিদপ্তরকে জানিয়েছিলাম অবৈধভাবে জাহাজ ভাঙার বিষয়টি। ফলে পরিবেশের ক্ষতি করে জাহাজ কাটা শুরু করায় পরিবেশ অধিদপ্তরও উক্ত জাহাজের মালিককে জরিমানা করেছেন।

জানা গেছে, গত ২১ জুন সাগরে প্রচণ্ড ঢেউয়ের মধ্যে আকস্মিকভাবে ‘এমভি নিউ গোলাম রহমান’ নামের জাহাজটির একপাশে তলা ফেটে যায়। এরপর দ্রুত জাহাজটিকে পতেঙ্গা সীবিচ এলাকার দিকে দিকে চরে উঠিয়ে দেওয়া হয়। তবে দুর্ঘটনাকবলিত জাহাজটির নাবিকরা কেউই হতাহত হননি। ওই জাহাজে ৯০০ টন ডাল ছিল।

জাহাজটির মালিকপক্ষের প্রতিনিধি রাজু ধর চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘এমভি নিউ গোলাম রহমান নামের জাহাজটির মালিক বরিশালের মোহাম্মদ ইউনুছ কমিশনার। জাহাজটি কাটা হচ্ছে সেটি আমি জানতাম না। বন্দর কর্তৃপক্ষ থেকে ফোন করার পর আমি জানতে পারি বিষয়টি।’

এএস/এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!