জাল নোট ও ৭টি মোবাইলসহ স্বামী স্ত্রী গ্রেফতার

প্রতিদিন রিপোর্ট ::
চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ২ লক্ষ ৬০ হাজার টাকার জাল নোট ও ৭টি মোবাইল সেটসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ।

????????????????????????????????????

গতকাল সোমবার গভীর রাতে বসুন্ধরা টাওয়ারে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, বোয়ালখালী থানার পশ্চিম গুমদন্ডি এলাকবার আফজাল তালুকদারের বাড়ির মৃত সোনা মিয়ার ছেলে মো. জসিম উদ্দিন (৩২) ও  তার স্ত্রী বিবি তাসলিমা আক্তার শিল্পী (২৬)।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) জনসংযোগ বিভাগ সূত্রে জানা যায়, গোপন তথ্যে জানতে পেরে বিশেষ অভিযান চালিয়ে এ দম্পত্তিকে গ্রেফতার করা হয়। গোয়েন্দা পুলিশের কাছে আগে থেকে তথ্য ছিলো এ দম্পতি দীর্ঘ ৭/৮ বছর ধরে একটি সিন্ডিকেটের মাধ্যমে জাল নোট নগরীতে ছড়িয়ে দিচ্ছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় জালনোট সংক্রান্ত একাধিক মামলা থাকার কথা জানিয়ে সোমবারের ঘটনায় এ দম্পত্তির বিরুদ্ধে হালিশহর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানায় সিএমপির জনসংযোগ বিভাগ।
রিপোর্ট : মোর্শেদ রনি
এ এস / জি এম এম / আর এস পি :::

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!