চীন থেকে চট্টগ্রাম বন্দরে এলো তিনটি আরটিজি

চীন থেকে চট্টগ্রাম বন্দরে এলো তিনটি আরটিজি 1বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে যুক্ত হচ্ছে রাবার টায়ার গ্যান্ট্রি ক্রেন (আরটিজি)। চীন থেকে তিনটি আরটিজি নিয়ে রবিবার সকালে বন্দরে এনসিটিতে নিয়ে এসেছে দাদানাক্সিয়া জাহাজ। জাহাজটি বন্দরের এনসিটি-৫ জেটিতে ভিড়েছে।

চট্টগ্রাম বন্দরের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) জাফর আলম বলেন, আরটিজির প্রথম চালানা বন্দরে এসেছে। প্রথম চালানে তিনটি আরটিজি আনা হয়েছে। পর্যায়ক্রমে আরও ৮টি আরটিজি আনা হবে।

জানা যায়, বন্দরের সক্ষমতা বাড়াতে ১৯টি আরটিজি আনার সিদ্ধান্ত নেয় বন্দর। কিন্তু মন্ত্রণালয় ১১টি আরটিজি কেনার অনুমতি দেয়। বন্দরের এনসিটি টার্মিনালের জন্য ২০১২ সালে উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) তৈরি করে।

ডিপিপি’র তথ্য অনুযায়ী ১ হাজার ১২০ কোটি টাকায় বিভিন্ন ধরনের ৬১টি যন্ত্রপাতি ক্রয় করার সিদ্ধান্ত নেয়। এ সিদ্ধান্ত অনুযায়ী আরটিজি কেনা হয়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!