চার ছিনতাইকারী আটক

 
প্রতিদিন রিপোর্ট ::
 
চট্টগ্রামের আগ্রাবাদ হোটেলের সামনে থেকে র‌্যাবের হাতে আটক হয় চার ছিনতাইকারী।

rab20160816131338
সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে র‌্যাব। আটককালে এসব ছিনতাইকারীদের কাছ থেকে উদ্ধার করা হয় চারটি ককটেল, একটি চাপাতি ও ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার।
 
আটককৃতরা হলেন- মো.সাইফুল ইসলাম রাজু (২৬),প্রাইভেট কারের চালক মো.সিরাজ (৩০), মো.আমিন (৩০) ও মো.মানিক (৩২)।
 
 
র‌্যাব-৭ এর সহকারী পরিচালক চন্দন দেবনাথ জানান, সোমবার রাত ৯টায় নগরীর আগ্রাবাদ হোটেলের সামনে চেকপোস্ট বসিয়ে বিশেষ অভিযান পরিচালিত হয়। এসময় সুজুকি-মারুতি ব্রান্ডের একটি প্রাইভেট কারকে তল্লাশির জন্য থামানোর নির্দেশ দিলে গাড়ি থামিয়ে চালক দ্রুততার সাথে পালানোর চেষ্টা করে। কিন্তু র‌্যাবের বিশেষ কৌশলে তারা ধরা পড়ে যায়। গাড়িতে তল্লাশি চালায়। গাড়িতে চারটি ককটেল, ১টি চাপাতি ও পাঁচটি মোবাইল সেট উদ্ধার করে। আটক করা হয় গাড়ির চালক সিরাজসহ গাড়িতে থাকা আরো তিনজনকে।
 
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় ছিনতাই করে আসছে এমন তথ্য জানালেন র‌্যাবের এ কর্মকর্তা।

 

এ এস / জি এম এম / আর এস পি :::

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!