চসিক ম্যাজিস্ট্রেটকে দুদক কর্মকর্তার হুঁশিয়ারি

সরকারি দায়িত্ব পালনে গাফিলতি ও তদন্ত প্রতিবেদন না দেওয়ার অভিযোগে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) স্পেশাল ম্যাজিস্ট্রেট ও জেলা যুগ্ম জজ জাহানারা ফেরদৌসকে হুঁশিয়ারি ও সতর্ক করলেন দুদক কর্মকর্তা। এ ঘটনায় সংশ্লিষ্ট আরও দুই সার্ভেয়ারের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

সোমবার (১৪ অক্টোবর) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বীর উত্তম শাহ আলম মিলনায়তনে দিনব্যাপী এক গণশুনানিতে কাট্টলীর অভিযোগকারী আবছার উদ্দিন লিটনের প্রশ্নের জবাবে দুদক কর্মকর্তা ও গণশুনানির প্রধান অতিথি এ এফ এম আমিনুল ইসলাম একথা জানান।
এসময় চসিক স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস বিষয়টি সমাধানে সাতদিনের সময় চাইলে দুদক কর্মকর্তা তা মঞ্জুর করেন।

উল্লেখ্য, চট্টগ্রাম সিটি করপোরেশনের বিরুদ্ধে ভুক্তভোগীদের অভিযোগ শুনতে ৯-১৩ অক্টোবর চট্টগ্রাম নগরে ৯টি স্পটে প্রচারণা ক্যাম্প খুলে দুর্নীতি দমন কমিশন। এতে চসিকের বিরুদ্ধে বিভিন্ন বিষয়ে ৬৮টি অভিযোগ গ্রহণ করা হয়।

মুআ/সিআর

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!