চবির এ-ইউনিটে ফেল অর্ধেকেরও বেশি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার অর্ধেকের বেশি শিক্ষার্থীই ফেল করেছে। ৪৪ হাজার ৬২৩ জন পরীক্ষর্থীর মধ্যে পাস করেছে ২০ হাজার ৩৮৬ জন।

যা শতকরার হিসেবে ৪৬ শতাংশ। ন্যূনতম ৪০ নম্বর না পেয়ে ফেল করেছে ২৪ হাজার ২৩৭ জন শিক্ষার্থী।

শুক্রবার (৫ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি চট্টগ্রাম প্রতিদিনকে নিশ্চিত করেছেন এ ইউনিটের কো-অর্ডিনেটর ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ নাসিম হাসান।

তিনি বলেন, এ ইউনিটে ৪৪ হাজার ৬২৩ জন পরীক্ষর্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২০ হাজার ৩৮৬ জন। বাকিরা ন্যূনতম ৪০ নম্বর না পেয়ে অনুত্তীর্ণ হয়েছেন। পাশের হার ৪৬ শতাংশ।

এর আগে গত ১ ও ২ নভেম্বর প্রতিদিন সকাল-বিকেল দুই পর্বে এ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

‘এ’ ইউনিটে ১ হাজার ২১২টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নেয় ৪৪ হাজার ৬২৩ জন।

এমআইটি/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!