চট্টগ্রাম বিমানবন্দরে ২০ লাখ টাকার সিগারেট জব্দ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৮ যাত্রীর ব্যাগেজ থেকে ১০৯৫ কার্টন সিগারেট জব্দ করা হয়েছে। এসব সিগারেটের বাজার মূল্য প্রায় ২০ লাখ টাকা।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিমানবন্দরে দায়িত্বরত কাস্টমস ও এনএসআই টিম গোপন সংবাদের ভিত্তিতে ইজি লাইট, ৩০৩ এবং মন্ড ব্রান্ডের সিগারেটগুলো উদ্ধার করে।

হানিফ, সোহেল, সেলিম, ইমতিয়াজ, আবুল কালাম, বেলাল, আজিম এবং অপর এক যাত্রী থেকে এসব সিগারেট উদ্ধার করা হয়।

রাতে আবুধাবী থেকে বাংলাদেশ বিমান ১২৮ ফ্লাইটে তারা চট্টগ্রাম বিমানবন্দরে আসেন। গোপন তথ্য থাকায় তাদের সিগারেটগুলো জব্দ করতে সক্ষম হন কাস্টমস ও জাতীয় গোয়েন্দা সংস্থা।

মো. সোহেল রানা ৩০০, মো. সেলিম ২৬০, মো. ইমতিয়াজ ১৯০, আবুল কালাম ২০, বেলাল ২০, আবদুল আজিম ৩০, কাজী মো. হানিফ ১৫, অপর যাত্রীর পরিত্যক্ত ২৬০ কার্টন সিগারেট রয়েছে।

এসব সিগারেটের বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য বিমানবন্দর কাস্টমসকে হস্তান্তর করা হয়েছে।

এছাড়াও বিভিন্ন যাত্রী থেকে ২১টি স্বর্ণের বারের শুল্ক আদায় করা হয়েছে।

এএস/এসএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!