চট্টগ্রামে ১২ ফুটের অজগর ধরা পড়ল গরুর খামারে (ভিডিও)

চট্টগ্রামের পটিয়ায় গরুর খামার থেকে স্থানীয় গ্রামবাসীরা উদ্ধার করলো ১২ ফুট লম্বা এক অজগর সাপ।

বুধবার (৩০ জুন) বিকেল পাঁচটার দিকে পটিয়ার হাইদগাঁও ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের একটি গরুর খামার থেকে ওই অজগর সাপটি ধরা হয়।

গরুর খামারটি স্থানীয় ছত্তার মার্কেট পন্ডিত বাড়ির বাসিন্দা মোহাম্মদ রফিকের মালিকানাধীন। বেশ অনেকক্ষণের চেষ্টায় ধরা অজগর সাপটি লম্বায় প্রায় ১২ ফুট বলে জানিয়েছেন উদ্ধারকারীরা।

এদিকে অজগর উদ্ধারের খবর পেয়ে বনবিভাগের পটিয়া রেঞ্জের আওতাধীন শ্রীমাই বিট কর্মকর্তা ইখতিয়ার উদ্দীনের নেতৃত্বে ঘটনাস্থলে গিয়ে সাপটিকে নিয়ে আসা হয়।

পরে সেটি চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ পটিয়া রেঞ্জের শ্রীমাই বন বিটের গভীর জঙ্গলে অবমুক্ত করা হয়।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!