চট্টগ্রামে হাঙরের সাড়ে ৩ হাজার লিটার তেলসহ আটক ৩

চট্টগ্রামে বিপন্ন প্রজাতির জলজ প্রাণি হাঙরের সাড়ে তিন হাজার লিটার তেলসহ ৩ জনকে আটক করেছে র‌্যাব। তারা বিপন্ন প্রজাতির প্রাণি হত্যা করে বিক্রির একটি সক্রিয় চক্রের সদস্য বলে জানিয়েছে র‍্যাব।

এই চক্রটি সমুদ্র থেকে হাঙর ধরে এনে হত্যার পর কক্সবাজারের কুতুবদিয়ায় সেগুলো প্রক্রিয়াজাত করে তেল বের করে। এসব তেল বিভিন্ন খাবারের উপদান তৈরিতে ব্যবহার করা হয়।

শনিবার (১৮ জুলাই) রাতে নগরীর কোতোয়ালী থানার সিনেমা প্যালেস এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক ৩ ব্যক্তি হলেন রাশেদ (৩২), কাজী সোয়েল (৩২) ও সাগর (২৭)।

র‍্যাব জানিয়েছে, আটক ৩ জন ট্রাকে করে তেলগুলো ময়মনসিংহ জেলায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই চক্রের ৩ সদস্যকে আটক করা হলেও তাদের সঙ্গে থাকা কাদের নামের আরও একজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

র‍্যাব বলছে, মূলত কাদের এসব তেল বাজারজাতের বিষয়টি দেখভাল করে।

এসব তথ্য চট্টগ্রাম প্রতিদিনকে নিশ্চিত করে র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (এএসপি) তারেক আজিজ বলেন, এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বিপন্ন প্রজাতির প্রাণি ধরা, হত্যা ও বিক্রির অপরাধে কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এআরটি/এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!