চট্টগ্রামে শেখ রাসেল জাতীয় রোলবল টুর্নামেন্টের উদ্বোধন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের ৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রথমবারের মতো চট্টগ্রামে শেখ রাসেল জাতীয় রোলবল টুর্নামেন্ট বুধবার (১১ ডিসেম্বর) এম এ আজিজ স্টেডিয়ামস্থ জিমন্যাশিয়ামে উদ্বোধন করা হয়েছে।

সিটি কর্পোরেশনের মেয়র ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন প্রধান অতিথি হিসেবে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এবং সিজেকেএস সহ-সভাপতি মো. আবু হাসান সিদ্দিকের সভাপতিত্বে এবং সিজেকেএস রোলার স্কেটিং কমিটির সম্পাদক আবদুর রশিদ লোকমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সিজেকেএস রোলার স্কেটিং কমিটির চেয়ারম্যান রেখা আলম চৌধুরী।

এসময় চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাস, সিজেকেএস সহ-সভাপতি মোজাম্মেল হক, অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, যুগ্ম-সম্পাদক আমিনুল ইসলাম, শাহজাদা আলম, কোষাধ্যক্ষ শাহাবুদ্দীন মোহাম্মদ জাহাঙ্গীর, বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের যুগ্ম সম্পাদক জুম্মন রাজ, সদস্য মো. শহিদুর রহমান, মো. শমশের খান, নওশিফ হোসেন দীপ্র, সিজেকেএস নির্বাহী সদস্য মো. দিদারুল আলম চৌধুরী, জহির আহমদ চৌধুরী, মোহাম্মদ ইউসুফ, গোলাম মহিউদ্দিন হাসান, মো. মশিউর রহমান চৌধুরী, আছলাম মোরশেদ, ইঞ্জিনিয়ার জসীম উদ্দিন, রেজিয়া বেগম ছবি, মনোরঞ্জন দে, সিজেকেএস রোলার স্কেটিং কমিটির ভাইস-চেয়ারম্যান ডেরিক র‌্যান্ডলফ, আকতারুজ্জামান, হাজী মোহাম্মদ শাহাবুদ্দীন, যুগ্ম-সম্পাদ আদিল কবির প্রমুখ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী দিনের খেলায় চট্টগ্রাম জেলা ৩-১ গোলে নীলফামারি জেলাকে পরাজিত করে।

উল্লেখ্য, টুর্নামেন্টটি চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) ব্যবস্থাপনায়, বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সহযোগিতায় ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হচ্ছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!