চট্টগ্রামে রেলের অনুমতি না নিয়েই গাছ কর্তন, ট্রাকসহ গাছ জব্দ

চট্টগ্রাম রেলওয়ে পলোগ্রাউন্ড স্কুলমাঠ এলাকা থেকে রাতের অন্ধকারে গাছ কেটে নিয়ে যাওয়ার সময় ট্রাকসহ গাছ জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২ এপ্রিল) রেলওয়ে পাবলিক স্কুল মাঠ থেকে ট্রাকসহ গাছ জব্দ করে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)।

এদিকে রেলের হিসাব কর্মকর্তা আবুল হাসান আখন্দ নামে পলোগ্রাউন্ডের এক কর্মকর্তা ভূয়া কাগজ দেখিয়ে এই গাছ কেটে পাচার করছিল বলে অভিযোগ উঠে।

আরএনবির সিআই মাসুদ জানান, কর্তন করা ট্রাক বোঝাই গাছ আটক করা হয়েছে। উর্ধতন কতৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জানা যায়, পলোগ্রাউন্ড স্কুলের সীমানার ভিতরে ১৫-৪০ বছর বয়সী বিভিন্ন প্রজাতি গাছ রয়েছে। রেলে কর্মরত একটি চক্র ভূয়া কাগজ সৃষ্টির মাধ্যমে রাতের অন্ধকারে গাছ কেটে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা ট্রাক আটক করে আরএনবিকে খবর দেয়।

চট্টগ্রাম রেলওয়ে বিভাগীয় কর্মব্যবস্থাপক সাইফুল ইসলাম বলেন, এভাবে অনুমতি ছাড়া গাছ কেটে নেওয়ার সুযোগ নেই। দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে মামলা ও আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জেএস/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!