চট্টগ্রামে মাদক মামলায় দুই জনের পাঁচ বছরের কারাদণ্ড

চট্টগ্রামে মাদক মামলায় দুজনকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। তাদের ৫ হাজার টাকা ও অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়।

মঙ্গলবার (৯ মে) দুপুরে চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁইয়ার আদালত এ রায় দেন। তবে ঘোষণার সময় দুই আসামি আদালতে অনুপস্থিত ছিলেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- কক্সবাজারের টেকনাফ থানার কুতুবুনিয়া এলাকার হোসেন আহম্মেদের ছেলে মো. শফি এবং একই এলাকার ইদ্রিস মিয়ার ছেলে আবছার উদ্দীন।

প্রসঙ্গত, ২০১৩ সালের ৮ ফেব্রুয়ারি নগরের কোতোয়ালী থানার স্টেশন রোডের ঢাকা হোটেল থেকে দুইজনকে আটক করা হয়। সে সময় তাদের কাছ থেকে ৬৯৫ পিস ইয়াবা উদ্ধার করে র‌্যাব।

পরে কোতোয়ালী থানায় মাদক আইনে মামলা হয় এই দুইজনের বিরুদ্ধে। কিন্তু জেলে যাওয়ার পর জামিনে মুক্ত হন তারা। তাদের অনুপস্থিতেই রায় ঘোষনা করা হয়।

আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বলেন, ‘মাদক মামলায় মো. শফি ও আবছার উদ্দীন নামে দুই আসামিকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।এ দুই আসামি পলাতক রয়েছে।’

বিএস/এএমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!