চট্টগ্রামে ভালোই আছেন ২৩ করোনা রোগী, একজন শুধু অক্সিজেন সাপোর্টে

চট্টগ্রামে শনাক্ত মোট ২৪ জন করোনা পজিটিভ রোগীর ২৩ জনই ভালো আছেন। এদের সবাই বর্তমানে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই মুহূর্তে করোনা পজিটিভ রোগী ২৪ জনের মধ্যে শুধুমাত্র একজন রোগীকে এখনও অক্সিজেন সাপোর্ট দিয়ে যেতে হলেও বাকি ২৩ রোগীর প্রত্যেকের অবস্থাই স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। এর মধ্যে একজন রোগীর পর পর দুই টেস্টে করোনা নেগেটিভ এসেছে।

জানা গেছে, অক্সিজেন সাপোর্ট প্রয়োজন হওয়া একমাত্র রোগীটি হচ্ছে হালিশহরের শাপলা আবাসিক এলাকার প্রথম করোনা পজিটিভ রোগী। তবে অক্সিজেন সাপোর্ট দিয়ে যেতে হলেও তার অবস্থাও আশঙ্কাজনক নয় বলেই জানিয়েছেন চিকিৎসকরা।

এছাড়া বাকি ২৩ জনের সবাই স্থিতিশীল অবস্থায় আছে জানিয়ে জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘২৩ জনের মধ্যে দুই-তিনজনের ডায়াবেটিস ও প্রেসার আছে সামান্য। বাকিদের কোন অসুখ নেই। তাদের সবার অবস্থা স্থিতিশীল বলা যায়।’

তবে অবস্থা স্থিতিশীল হলেও এদের একজন ছাড়া কেউ এখনও করোনার সংক্রমণমুক্ত নন বলেও জানিয়ে তিনি বলেন, ‘বেশ কয়েকজনের দ্বিতীয় ও তৃতীয় দফা নমুনা পরীক্ষা করিয়েছি আমরা। এদের মধ্যে একজনের শুধুমাত্র দুই দফায় করোনা নেগেটিভ এসেছে। বাকিদের সবার রি-টেস্টে পজিটিভই এসেছে। তবে ২৮ দিনের মধ্যে সংক্রমণমুক্ত হওয়ার একটা সম্ভাবনা আছে। আমরা বেশ আশাবাদী।’

আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ৩ জন রোগীর সাথেও টেলিফোনে আলাপ হয় আমাদের। চিকিৎসা ও চিকিৎসকদের আন্তরিকতায় মুগ্ধতার কথা জানালেও বেশ কিছু অসুবিধার কথাও উঠে আসে এসব আলাপচারিতায়। এর মধ্যে সব রোগীর জন্য একটিমাত্র বেসিন ও একটি টয়লেট থাকাকে সবচেয়ে বড় অসুবিধা বলে উল্লেখ করে একজন রোগী চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘আমরা এখানে ২৪ জন রোগী। এর মধ্যে সবার জন্য একটা টয়লেট আর একটা বেসিন। এটা তো করোনা ইস্যুতে খুবই ভয়ংকর। অথচ করোনা চিকিৎসা কেন্দ্রেই এই ঝুঁকি মোকাবেলা করতে হচ্ছে আমাদের।’

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!