চট্টগ্রামে পূজামণ্ডপে হামলা: দুই আসামির জামিন নামঞ্জুর

চট্টগ্রামে পূজামণ্ডপে হামলার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার দুই আসামির জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আসামিরা হলেন মো. নাছির ও মাসুদ আলম।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমান শুনানি শেষে এই আদেশ দেন।

চট্টগ্রাম মহানগর সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী জানান, ১৫ অক্টোবর দুপুরে নগরের আন্দরকিল্লা জেএম সেন হল পূজামণ্ডপে হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে কোতোয়ালী থানায় ৮৪ জনের নাম উল্লেখ করে মামলা করে। মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ৫০০ জনকে।

পরে পুলিশ অভিযান চালিয়ে যুব-ছাত্র অধিকার পরিষদের ৯ নেতা-কর্মীসহ ১০০ জনকে গ্রেপ্তার করে। তাঁদের মধ্যে দুজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

গ্রেপ্তার দুই আসামির জামিনের আবেদন করা হলে আমরা রাষ্ট্রপক্ষ থেকে বিরোধিতা করি। কারণ আসামিকে জামিন দিলে তারা বিদেশে পালিয়ে যেতে পারে। শুনানি শেষে আদালত তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করেন।

ঘটনার পরদিন পুলিশ জানায়, মামলায় আসামিদের মধ্যে নাম উল্লেখ করা ব্যক্তিরা সরাসরি হামলার সঙ্গে জড়িত। এদের সিসি ক্যামেরাসহ বিভিন্ন ভিডিও ফুটেজ ও স্থিরচিত্র দেখে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছিলেন কোতোয়ালী থানার ওসি নেজাম উদ্দিন।

মামলায় পুলিশের ওপর হামলা, ধর্মীয় অনুভুতিতে আঘাত এবং বিশেষ ক্ষমতা আইনের ধারায় অভিযোগ আনা হয়েছে বলে জানান তিনি।

আইএমই/কেএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!