চট্টগ্রামে পাসপোর্ট করতে এসে ধরা রোহিঙ্গা তরুণ

চট্টগ্রাম নগরীর মনছুরাবাদ পাসপোর্ট অফিস থেকে মোহাম্মদ আরমান (২০) নামের এক রোহিঙ্গা তরুণকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ জানুয়ারি) দুপুরে পাসপোর্ট করতে গেলে অফিসের কর্মকর্তারা তাকে আটক করেন।

জানা গেছে, পাসপোর্টের আবেদনপত্রে আরমান সন্দ্বীপের ৭ নম্বর ওয়ার্ডের হরিশপুর গ্রামের ফয়সাল আমীন ও মারজান দম্পতির ঠিকানা ব্যবহার করেন।

সেই সঙ্গে জন্ম নিবন্ধন সনদ, মায়ের জাতীয় পরিচয়পত্র ও জাতীয়তা সনদ দাখিল করে ২ নম্বর কাউন্টারে সাক্ষাতকার সম্পন্ন করতে গেলে কর্মকর্তাদের সন্দেহ হয়।

এরপর ৪ নম্বর কাউন্টারে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের দেওয়া এসএমএসের মাধ্যমে অফিস সহায়ক লিয়াকত আলী আঙুলের ছাপ যাচাই করেন। সেখানে দেখা যায়, ২০১৭ সালের ১০ আগস্ট আরমান তার বাবার নাম সৈয়দ আলম উল্লেখ করে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে নিবন্ধন করেন। এরপর তাকে আটক করে ডবলমুরিং থানায় সোপর্দ করা হয়।

এ বিষয়ে ডবলমুরিং থানার পরিদর্শক (তদন্ত) মাসুদ রানা বলেন, মনসুরাবাদ পাসপোর্ট অফিসে আরমান নামের এক রোহিঙ্গা তরুণ পাসপোর্ট করতে যায়। সে ঠিকানা ব্যবহার করে সন্দ্বীপের। কিন্তু আঙুলে ছাপ নেওয়া হলে সেখানে দেখা যায় রোহিঙ্গা ক্যাম্পে তার নিবন্ধন রয়েছে।

তিনি বলেন, পরে তাকে আমাদের কাছে হস্তান্তর করা হয়। আরমানের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

আরএ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!