১০ ‘অনটেস্ট’ সিএনজি ধরে মামলা দিল ট্রাফিক পুলিশ

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় নিবন্ধনবিহীন সিএনজি অটোরিকশার বিরুদ্ধে অভিযানে নেমেছে ট্রাফিক পুলিশ।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে মইজ্জ্যারটেক এলাকায় কর্ণফুলী ট্রাফিক পুলিশের ইনচার্জ শেখ ফরহাদুজ্জামান অভিযান চালান। এ সময় ১০টি গাড়ি আটক করে মামলা দেওয়া হয়।

জানা গেছে, এসব সিএনজি অটোরিকশার কোনো নিবন্ধন নেই। গাড়ির পেছনে ‘আবেদিত’ বা ‘অনটেস্ট’ লিখেই চলছে বছরের পর বছর। এতে লাভবান হচ্ছেন অনিবন্ধিত কিছু সংগঠনের কথিত শ্রমিকনেতারা।

মাসোহারার বিনিময়ে এসব নেতারা অটোরিকশাগুলোকে দিচ্ছেন সড়কে চলার বৈধতা।

এছাড়া অধিকাংশ অটোরিকশা চালকের নেই কোনো লাইসেন্স। শুধুমাত্র সংগঠনের সদস্য হলেই পেয়ে যায় গাড়ি চালানোর অনুমতি। আর গাড়ি আটক করে মামলা দিলে ছাড়িয়ে নিতে শুরু হয় সংগঠন ও দলীয় নেতাদের তদবির।

কর্ণফুলী ট্রাফিক পুলিশের ইনচার্জ শেখ ফরহাদুজ্জামান বলেন, এসব গাড়ির কোনো রেজিস্ট্রেশন নেই। আমরা প্রায়ই রেজিস্ট্রেশনবিহীন অটোরিকশা ধরতে অভিযান চালাই। আজ ১০টি গাড়ি আটক করে মামলা দেওয়া হয়েছে। এটি অব্যাহত রয়েছে।

যেসব সংগঠন গাড়িগুলোকে বৈধতা দিয়েছে তাদের ব্যাপারেও খোঁজখবর নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!