চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের হামলায় আহত সেই চিকিৎসকের মৃত্যু

চট্টগ্রাম নগরীতে নিজ সন্তানকে বাঁচাতে গিয়ে কিশোর গ্যাংয়ের হামলার আহত দন্ত চিকিৎসক কোরবান আলী মারা গেছেন। তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

বুধবার (১০ এপ্রিল) সকাল ৬টায় নগরীর মেডিকেল সেন্টার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চিকিৎসক এম কোরবান আলী (৬০) পশ্চিম ফিরোজশাহ কলোনির গ্রিন টাওয়ারে পরিবার নিয়ে থাকতেন। নগরীর ষোলশহর জাহানারা ডেন্টাল কেয়ার নামে তিনি ব্যক্তিগত চেম্বার করতেন। সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নের কবিরুল ইসলামের ছেলে তিনি।

গত ৫ এপ্রিল (শুক্রবার) নগরীর আকবর শাহ থানার ফিরোজশাহ কলোনি ঈদগাঁও মাঠ সংলগ্ন জে লাইনে কিশোর গ্যাংয়ের হামলার শিকার হন কোরবান আলীর ছেলে আলী রেজা। ছেলেকে মারধর করতে দেখে বাঁচাতে গিয়ে নিজেও হামলার শিকার হন। তার মাথায় ইটের আঘাত লাগে। এরপর কোরবান আলীকে চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হলে অবস্থার অবনতি হয়। পরে মেডিকেল সেন্টার হাসপাতালে আইসিইউতে রাখা হয়। সেখানেই বুধবার সকালে তার মৃত্যু হয়।

ওই ঘটনার গত ৭ এপ্রিল ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে আকবরশাহ থানায় মামলা দায়ে করা হয়।

আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী বলেন, এ ঘটনায় দায়ের করা মামলায় বুধবার তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

আরএ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!