চট্টগ্রামে আরও ২ শিশুর প্রাণ নিলো ডেঙ্গু

চট্টগ্রামে ডেঙ্গুতে বেড়েই চলেছে মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর প্রাণ নিলো ডেঙ্গু। এনিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়ালো ৪৬। এদের বেশিরভাগই শিশু।

মৃত দুই শিশু হচ্ছে ৬ বছর বয়সী রিয়া মণি এবং ৬ মাস বয়সী রোহিঙ্গা শিশু রুবেল।

এদের মধ্যে রিয়া মণি রোববার (২০ আগস্ট) ভোরে এবং রুবেল একই দিন দিবাগত রাত সোয়া ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

রিয়া মনির বাড়ি চট্টগ্রামের বাঁশখালীতে। আর রুবেলের বাড়ি কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে। দু’জনকেই গত ১৬ আগস্ট হাসপাতালে ভর্তি করানো হয়েছিল।

দুজনেরই মৃত্যুর কারণ ‘এক্সটেনডেট ডেঙ্গু শক সিনড্রম’ বলে উল্লেখ করা হয়েছে সিভিল সার্জন অফিসের প্রতিবেদনে।

সোমবার (২১ আগস্ট) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৯৫ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।

চলতি বছরের জানুয়ারি থেকে এখনও পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৪ হাজার ৭০৬ জন, মারা গেছে ৪৬ জন।

এদিকে এক্সটেনডেট ডেঙ্গু শক সিনড্রমের বিষয়ে চট্টগ্রাম মেডিকেলের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. অনিরুদ্ধ ঘোষ জয় চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘ডেঙ্গু হেমোরেজিক ফিভারের মধ্যে এক ধরনের রোগী রক্তপাত নিয়ে আসতে পারে। আরেক ধরনের রোগী সরাসরি শকে চলে যেতে পারে। হেমোরেজিক ফিভারের মধ্যে যারা শকে চলে যাচ্ছে, সেটিকে বলা হচ্ছে এক্সটেনডেট ডেঙ্গু শক সিনড্রম। যা হলো অস্থিতিশীল বা ঝুঁকিপূর্ণ। এ ধরনের রোগীদের মৃত্যুও হতে পারে।’

তিনি বলেন, ‘দ্রুত এসব রোগীকে হাসপাতালে ভর্তি করাতে হবে। কিন্তু রিয়া ও রুবেলকে অনেক দেরীতে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করানো হয়েছিল। যার ফলেই শিশু দুটিকে বাঁচানো যায়নি।’

আইএমই/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!