চট্টগ্রামে আইএসডিই-এর জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন

পুষ্টি উন্নয়নের বুনিয়াদ ও “খাদ্যের কথা ভাবতে হলে পুষ্টির কথাও ভাবুন” এ শ্লোগানকে সামনে রেখে চট্টগ্রামে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে ভিডিও প্রদর্শন, র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে বেসরকারি সমাজ উন্নয়ন প্রতিষ্ঠান আইএসডিই বাংলাদেশ। সিএসএ-সান বাংলাদেশের সহযোগিতায় ২৯ এপ্রিল চট্টগ্রামের রৌফাবাদ বিহারী কলোনিতে এ উপলক্ষে ভিডিও প্রদর্শনী, র‌্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়। ক্যাব কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ও আইএসডিই বাংলাদেশ এর নির্বাহী পরিচালক এস এম নাজের হোসাইনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন বিভাগীয় স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা খাইরুল বাশার, সমাজসেবা কর্মকর্তা নবিউল ইসলাম, ক্যাব নগর কমিটির যুগ্ন সম্পাদক জানে আলম, রৌফাবাদ বিহারী কলোনীর চেয়ারম্যান আনোয়ার হোসেন, শাকিল আহমেদ মুন্না, জাবেদ আলম শাহীন, রেশমী আখতার, মুক্ত শেখ মুক্তি প্রমুখ।

চট্টগ্রামে আইএসডিই-এর জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন 1

আলোচনা সভায় বিভিন্ন বক্তারা বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ি দেশের ০৪ কোটি লোক দারিদ্রসীমার নীচে বসবাস করে এবং এর মধ্যে ২ কোটি লোক অতিদরিদ্র। দৈনিক ২১২২ ক্যালরী খাবার কিনতে অক্ষম তারাই দরিদ্র। টেকসই উন্নয়ন লক্ষ্য ২০৩০ (এসডিজি)র উন্নয়ন কাঠামোর অন্যতম লক্ষ্য হলো ২০৩০ সালের মধ্যে সব ধরনের দারিদ্রের অবসান এবং আগামী ১৫ বছরের মধ্যে ক্ষুধা মুক্তির অঙ্গীকার। সবার জন্য নিরাপদ খাদ্য ও পুষ্টির নিরাপত্তা বিধান, সকল বয়সী মানুষের জন্য পুষ্টিকর খাবার নিশ্চিত, বিশেষ করে শিশুদের জন্য সুষম খাদ্যের নিশ্চয়তা বিধানের সরকারী বেসরকারী উদ্যোগের দাবি জানান। শহরাঞ্চলের নিন্ম আয়ের এলাকাগুলিতে মিড ডে মিলের আদলে পুষ্টিকর খাবার বিতরণ কর্মসূচি গ্রহণের দাবি জানান।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!