চট্টগ্রামের সিনেপ্লেক্সে ‘মুজিব: একটি জাতির রূপকার’, আপ্লুত দর্শক

নেতাকর্মীদের 'মুজিব' সিনেমা দেখালেন আওয়ামী লীগ নেতা রুহেল

চট্টগ্রামসহ সারাদেশে মুক্তি পেয়েছে বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’। মুক্তির পর থেকে সিনেমাটি দেখতে চট্টগ্রামের মাল্টিপ্লেক্স সিনেমা হল স্টার সিনেপ্লেক্সে সিনেমাপ্রেমী মানুষের ভিড় দেখা গেছে। ঐতিহাসিক এই সিনেমাটিকে কেন্দ্র করে নগরীর একটি অভিজাত শপিংমলের নবম তলায় অবস্থিত স্টার সিনেপ্লেক্স আঙিনা যেন সিনেমাপ্রেমী ও বঙ্গবন্ধুপ্রেমী মানুষের মিলনমেলায় পরিণত হয়।

শনিবার (১৪ অক্টোবর) নগরীর স্টার সিনেপ্লেক্স ঘুরে দেখা গেছে, এই সিনেমা হলের ৩টি হলের মধ্যে ১টি হলে ৩ শিফটে চলছে ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমা। সিনেমা দেখতে নগরীর সিনেমাপ্রেমী অসংখ্য তরুণ-তরুণী ছুটে এসেছেন। কেউ বা পরিবার-পরিজন নিয়ে এসেছেন ঐতিহাসিক এই সিনেমা দেখতে। সকাল ১১টা ২০ মিনিটে প্রথম শিফট, দুপুর সাড়ে ৩টায় দ্বিতীয় ও সন্ধ্যা ৭টায় তৃতীয় শিফটে চলচ্চিত্রটি উপভোগ করেন সিনেপ্রেমীরা।
চট্টগ্রামের সিনেপ্লেক্সে ‘মুজিব: একটি জাতির রূপকার’, আপ্লুত দর্শক 1
গত ২৮ বছর ধরে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখেননি মিনহাজুল ইসলাম। সিনেমার প্রতি তেমন আকৃষ্ট না হওয়ায় এই দীর্ঘ সময়জুড়ে হলে গিয়ে সিনেমা দেখা হয়নি তার। তবে মিনহাজুল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে দারুণভাবে উজ্জীবিত। তাই শেখ মুজিবের উপর নির্মিত সিনেমা দেখার লোভ সামলাতে পারেননি। তিনি বলেন, ‘সিনেমার প্রতি আমার খুব একটা আকর্ষণ কাজ করতো না বলে দীর্ঘ ২৮ বছর হলে গিয়ে সিনেমা দেখিনি। তবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর নির্মিত সিনেমা হলে গিয়েই দেখবো বলে মুক্তির অপেক্ষায় ছিলাম।’

স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘মুক্তির দিন থেকে ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার প্রতি মানুষের অনেক আগ্রহ দেখা যাচ্ছে। স্টার সিনেপ্লেক্সের ঢাকা ও চট্টগ্রাম শাখায় মুক্তির দিন থেকে সিনেমাপ্রেমীর ভিড় জমছে। এখনও পর্যন্ত সিনেমাটি নিয়ে দর্শকদের প্রচুর সাড়া পাচ্ছি।’

এদিকে শনিবার স্টার সিনেপ্লেক্সে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ও স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেলের উদ্যোগে মীরসরাই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্বুদ্ধ করতে চলচ্চিত্রটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। এদিন মীরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরীর নেতৃত্বে চলচ্চিত্রটি দেখতে আসেন উপজেলার আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ক্ষমতাসীন দলের নেতাকর্মীতে মুখরিত হয়ে উঠে স্টার সিনেপ্লেক্সের আঙিনা।
চট্টগ্রামের সিনেপ্লেক্সে ‘মুজিব: একটি জাতির রূপকার’, আপ্লুত দর্শক 2
মীরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, ‘বঙ্গবন্ধুর বেড়ে ওঠা, জাতির জনকে রূপ নেওয়া, একটা দেশ গঠনে বঙ্গবন্ধুর ভূমিকা—এসব নিয়ে একটা প্রজন্মকে ভুল বোঝানো হয়েছে। তাই আমি মনে করি, প্রজন্মের পর প্রজন্ম এই চলচ্চিত্রের মাধ্যমে বাংলাদেশের সৃষ্টি ও বঙ্গবন্ধু সম্পর্কে সঠিক ইতিহাস জানতে পারবে। আমি ব্যক্তিগতভাবে, মীরসরাই উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এই চলচ্চিত্রে সম্পৃক্ত সকল শিল্পী ও কলাকুশলীদেরকে ধন্যবাদ জানাই।’

তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধে ভারত যেভাবে বাংলাদেশের পাশে ছিল, ঠিক এই চলচ্চিত্র চিত্রায়নেও একই ভূমিকা রেখেছে। আবারও প্রামাণ হলো, ভারত বাংলাদেশের সঙ্গে ছিল, আছে এবং থাকবে। আমি ভারতকেও ধন্যবাদ জানাই।’

তিনি আরও বলেন, ‘আমি সবাইকে অন্তত একবার হলেও এই চলচ্চিত্রটি দেখার আহ্বান জানাই। বিশেষ প্রদর্শনী আয়োজনের জন্য মীরসরাই উপজেলা আওয়ামী লীগের পক্ষ হতে রুহেল সাহেবকে ধন্যবাদ জানাই।’

এর আগে শুক্রবার (১৩ অক্টোবর) চট্টগ্রামসহ সারাদেশে একযোগে ১৫৩টি সিনেমা হলে মুক্তি পেয়েছে বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর নির্মিত সিনেমা ‘মুজিব : একটি জাতির রূপকার’। ভারতের কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা শ্যাম বেনেগালের এই চলচ্চিত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকায় অভিনয় করেছেন আরিফিন শুভ।

চলচ্চিত্রটি মুক্তির আগের দিন বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে রাজধানী ঢাকার আগারগাঁয়ের জাতীয় চলচ্চিত্র কেন্দ্রে প্রিমিয়ার প্রদর্শিত হয়। মুম্বাইয়ের দাদাসাহেব ফিল্ম সিটি, গোরেগাঁও ফিল্ম সিটিসহ বেশ কয়েকটি এলাকায়, বঙ্গবন্ধুর ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ি, টুঙ্গিপাড়া গ্রামের বাড়ির আদলে সেট সাজিয়ে দৃশ্য ধারণ করা হয় এই চলচ্চিত্রটি। চলচ্চিত্রটির চিত্রনাট্য রচনা করেছেন শামা জাইদি ও অতুল তিওয়ারি। এটি বাংলা, হিন্দি ও ইংরেজি ভাষায় ডাবিং করা হয়। ৮৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত চলচ্চিত্রটির ব্যাপ্তিকাল ২ ঘণ্টা ৫৮ মিনিট।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!