চট্টগ্রামের ট্যাক্স অফিসে হঠাৎ রদবদল, ৩ অঞ্চলে নতুন কমিশনার

দেশজুড়ে বদলি মোট ১১ জন

বিসিএস (কর) ক্যাডারের মোট ১১ জন কর্মকর্তাকে বিভিন্ন স্থানে বদলি বা পদায়ন করা হয়েছে।

সোমবার (১৮ জুলাই) জাতীয় রাজস্ব বোর্ডের উপসচিব মো. শাহিদুজ্জামান স্বাক্ষরিত এক আদেশে এই বদলি বা পদায়ন অবিলম্বে কার্যকর হওয়ার কথা বলা হয়েছে।

নতুন আদেশ অনুযায়ী, চট্টগ্রামের কর অঞ্চল-১ এর কর কমিশনার সৈয়দ মোহাম্মদ আবু দাউদকে দীর্ঘদিন পর চট্টগ্রাম ছাড়তে হচ্ছে। তাকে বদলি করা হল ঢাকার বৃহৎ করদাতা ইউনিটে। কথাসাহিত্যিক আবু দাউদ ‘বাদল সৈয়দ’ নামেও পরিচিত।

অন্যদিকে চট্টগ্রামের কর অঞ্চল-৪ এর কর কমিশনার (চলতি দায়িত্ব) ইকবাল বাহারকে পদায়ন করা হয়েছে চট্টগ্রাম কর অঞ্চল-১ এর কমিশনার হিসেবে।

নতুন দায়িত্ব পাওয়ার কথা নিশ্চিত করে ইকবাল বাহার চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘আজকেই নতুন আদেশ পেয়েছি।’

এদিকে ঢাকার কর অঞ্চল-১১ পরিদর্শী রেঞ্জ ১-এর অতিরিক্ত কর কমিশনার ছাবিনা ইয়াসমিনকে চট্টগ্রাম কর অঞ্চল-৪ এর কর কমিশনার (চলতি দায়িত্ব) হিসেবে পদায়ন করা হয়েছে।

ঢাকার কর অঞ্চল-৮ পরিদর্শী রেঞ্জ ১-এর অতিরিক্ত কর কমিশনার শাহাদাৎ হোসেন শিকদারকে চট্টগ্রাম কর অঞ্চল-৩ এর কর কমিশনার (চলতি দায়িত্ব) হিসেবে পদায়ন করা হয়েছে।

এছাড়া ঢাকার কর অঞ্চল-১ এর কর কমিশনার একেএম বদিউল আলমকে জাতীয় রাজস্ব বোর্ডের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের মহাপরিচালক হিসেবে বদলি করা হয়েছে।

ঢাকার বৃহৎ করদাতা ইউনিটের কর কমিশনার ইকবাল হোসেনকে ঢাকার কর অঞ্চল-১ এ বদলি করা হয়েছে।

ঢাকার কর পরিদর্শন অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ মাসুদকে ঢাকার কর অঞ্চল-১৪ এর কর কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া ঢাকার কর অঞ্চল-১০ এর কর কমিশনার লুৎফুল আজীমকে ঢাকার কর অঞ্চল-৬ এর কর কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

রাজশাহীর কর আপিল অঞ্চলের কর কমিশনার (চলতি দায়িত্ব) আহসান হাবীবকে ঢাকার কর পরিদর্শন পরিদপ্তরের মহাপরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে বদলি করা হয়েছে।

খুলনা কর অঞ্চলের কর কমিশনার (চলতি দায়িত্ব) শামীমুর রহমানকে রাজশাহীর কর আপিল অঞ্চলের কর কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

ঢাকার কর অঞ্চল-১৫ পরিদর্শী রেঞ্জ ১-এর অতিরিক্ত কর কমিশনার সিরাজুল ইসলামকে খুলনা কর অঞ্চলের কর কমিশনার (চলতি দায়িত্ব) হিসেবে পদায়ন করা হয়েছে।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!