চট্টগ্রামের আল-হেকমাহ ইন্টারন্যাশনাল স্কুলে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত

চট্টগ্রামে ক্যামব্রিজ কারিকুলাম ও ইসলামী শিক্ষার সমন্বিত শিক্ষাপ্রতিষ্ঠান ‘আল-হেকমাহ ইন্টারন্যাশনাল স্কুলে’ যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত হয়েছে।

চট্টগ্রামের আল-হেকমাহ ইন্টারন্যাশনাল স্কুলে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত 1

বুধবার (২১ ফেব্রুয়ারি) চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ের মৌলভী পুকুর পাড়ে অবস্থিত ‘আল-হেকমাহ ইন্টারন্যাশনাল স্কুলে’ দিবসটি উপলক্ষে স্কুলে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

এদিন সকালে স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর মধ্যে রয়েছে— বাংলা সুন্দর হাতের লেখা, আবৃত্তি ও ছোটদের বর্ণমালা রং করাসহ নানা আয়োজন।

সকাল ১১ টায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন স্কুলের অধ্যক্ষ কর্নেল মোহাম্মদ কাশেম (অবসরপ্রাপ্ত)। একুশের তাৎপর্য নিয়ে আলোচনা করেন স্কুলের পরিচালক সফিউল আজমসহ অন্যান্য শিক্ষক ও অভিভাবকবৃন্দ।

একুশের বিভিন্ন কবিতা আবৃত্তি করেন স্কুলের ছাত্র-ছাত্রী ও শিক্ষিকাবৃন্দ।

স্কুলের অধ্যক্ষ কর্নেল মোহাম্মদ কাশেম তার বক্তব্যে রাষ্ট্রীয় ও ব্যবহারিক জীবনে বাংলা ভাষা চর্চার ওপর গুরুত্ব আরোপ করেন।

অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে স্কুলের ধর্মীয় শিক্ষক দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!