চক্রাকার বাস চেয়ে মধ্যরাত পর্যন্ত চবি ভিসির বাঙলোর সামনে শিক্ষার্থীদের অবস্থান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে সিএনজিচালকদের দৌরাত্ম্য কমাতে চক্রাকার বাস সার্ভিস চালুতেই সমাধান দেখছেন শিক্ষার্থীরা। এজন্য ক্যাম্পাসের অভ্যন্তরে অন্তত ৬টি বাস চালুর দাবি জানাচ্ছেন তারা। তবে চবি প্রশাসন বলছে, ক্যাম্পাস বাস চালু করতে হলে আগে সেই বিষয়ে ‘স্টাডি’ করতে হবে।

চক্রাকার বাস চেয়ে মধ্যরাত পর্যন্ত চবি ভিসির বাঙলোর সামনে শিক্ষার্থীদের অবস্থান 1

শুক্রবার (১৫ এপ্রিল) বিকেল পাঁচটায় এই দাবি জানিয়ে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগানসম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন। সর্বশেষ মধ্যরাত পর্যন্ত তারা উপাচার্যের বাংলোর সামনে অবস্থান করেন।

চক্রাকার বাস চেয়ে মধ্যরাত পর্যন্ত চবি ভিসির বাঙলোর সামনে শিক্ষার্থীদের অবস্থান 2

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নানাভাবে তাদের অধিকার বঞ্চিত হচ্ছে। আবাসন অধিকার, খাদ্য অধিকার, পরিবহন অধিকার ইত্যাদি। সেজন্যই এবার ছয়টি চক্রাকার বাস চালুর দাবিতে অবস্থান নিতে বাধ্য হন তারা।

শিক্ষার্থীরা মনে করছেন, ক্যাম্পাসের অভ্যন্তরে চক্রাকার বাস চালু করলে সিএনজিচালকসহ স্থানীয়দের দৌরাত্ম্য কমবে।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. শহীদুল ইসলাম বলেন, ‘আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি। তাদের দাবি শুনেছি। তবে ক্যাম্পাস বাস আবার চালু করতে হলে আমাদের আগে স্টাডি করতে হবে।’

এমআইটি/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!