চকরিয়ায় দুই ইউপির উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে ২৫ জুলাই

কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন আগামী ২৫ জুলাই অনুষ্ঠিত হবে। একইদিন কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের উপ-নির্বাচনও অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ বিভাগের উপ-সচিব মো.আতিয়ার রহমান স্বাক্ষরিত এক আদেশে এ উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩০ জুন মনোনয়ন ফরম ক্রয় ও দাখিলের শেষ দিন। ২ জুলাই মনোনয়নপত্র বাছাই ও ৯ জুলাই মনোনায়ন প্রত্যাহারের শেষ দিন।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান বলেন, ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ও কৈয়ারবিল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার পদে উপ-নির্বাচনের জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রস্ততি নেয়া হচ্ছে।

উল্লেখ্য, চলতি বছরে ১৮ মার্চ চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করতে ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী পদত্যাগ করলে পদটি শূণ্য ঘোষণা করে নির্বাচন কমিশন। অন্যদিকে কৈয়ারবিল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কালাম মারা যাওয়ায় পদটি শূণ্য ঘোষণা করা হয়।

আরএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!