গণপরিবহনে কেউ মানছে না স্বাস্থ্যবিধি

গণপরিবহনে যাত্রী, চালক, হেলপার কেউ মানছে না স্বাস্থ্যবিধি। বেশিরভাগ যাত্রীর মুখে মাস্ক নেই। গাড়িতে অর্ধেক সিট খালি রাখার কথা থাকলেও বাস্তবে তা মানা হচ্ছে না। এছাড়া ভাড়াও নেওয়া হচ্ছে অতিরিক্ত। শুধু বেসরকারি বাস নয়, সরকারি পরিবহন বিআরটিসির যানবাহনেও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি।

এমন অভিযোগ পেয়ে বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রামের নিমতলা বিশ্বরোড, ইপিজেড, আগ্রাবাদে এ অভিযান পরিচালনা করেন বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরে জামান। এ সময় ১৬টি গাড়িকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা করা এসব গাড়ির মধ্যে একটি বিআরটিএ’র বাসও রয়েছে।

সিএম/এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!