কোতোয়ালীতে সন্ধ্যা হলে ছিনতাইয়ে নামেন তারা

সন্ধ্যা হলেই এক জায়গায় জড়ো হন তারা। এরপর টার্গেট ঠিক করে ভোররাত পর্যন্ত চলে ছিনতাই। সাধারণ লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে হাতিয়ে নেন সবকিছু।

মঙ্গলবার (২৫ অক্টোবর) রাত ১১টার দিকে চট্টগ্রাম নগরীর কোতোয়ালীর পুরাতন রেলওয়ে স্টেশন সংলগ্ন গ্রামীণ মাঠের গণশৌচাগারের পাশ থেকে এ চক্রের আট সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চক্রটি ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল বলে জানায় পুলিশ। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি টিপ ছোরা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ছিনতাইকারীরা হলেন জয় বড়ুয়া (২১), মো. সোহেল (২৪), মো. জুনায়েদ (২৩), মো. বাচ্চু ওরফে বুলেট (৩৪), শহিদ হাওলাদার (৩৪), মো. রাসেল (২৪), মো. জাকির (২৯) এবং মনির হোসেন (১৯)।

এদের মধ্যে জয়ের বিরুদ্ধে ১০টি ডাকাতি ও অস্ত্র আইনে মামলা, সোহেলের বিরুদ্ধে ৩টি ডাকাতি ও অস্ত্র, বাচ্চুর বিরুদ্ধে ২টি ডাকাতি ও চুরি, শহিদের বিরুদ্ধে ১টি ডাকাতি এবং রাসেলের বিরুদ্ধে ২টি ডাকাতি ও দ্রুত বিচার আইনে মামলা বিচারাধীন বলে জানা গেছে।

পুলিশ জানায়, ছিনতাই করার উদ্দেশ্য একটি চক্র পুরাতন রেলস্টেশন এলাকায় অবস্থান করছে—এমন খবর পেয়ে অভিযান চালানো হয়। অভিযানে আটজনকে গ্রেপ্তার করা হয়৷ এ সময় তাদের কাছ থেকে পাঁচটি টিপ ছুরি উদ্ধার করা হয়।

তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন বলে জানায় পুলিশ।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!