কোতোয়ালীর বনফুল-মিষ্টি মেলার পণ্যের মূল্যে অনিয়ম, জরিমানা ১২ হাজার

চট্টগ্রাম নগরীর নিউমার্কেট এলাকার মিষ্টি মেলা ও বনফুলে পণ্যের গায়ে মেয়াদ, মূল্যের অনিয়ম থাকায় ১২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিদপ্তর সংরক্ষণ অধিদপ্তর।

কোতোয়ালীর বনফুল-মিষ্টি মেলার পণ্যের মূল্যে অনিয়ম, জরিমানা ১২ হাজার 1

এছাড়া ডেঙ্গু ও জ্বর বাড়ার সঙ্গে সঙ্গে নগরীতে ডাবের দামে দেখা দেয় অনিয়ম। এজন্য ফিরিঙ্গীবাজার এলাকায় ডাবের দোকানে বিশেষ অভিযান পরিচালনা করে ৪টি প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতে।

রোববার (২৭ আগস্ট) ফিরিঙ্গীবাজার ও নিউমার্কেট এলাকায় এই অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ ও সহকারী পরিচালক নাসরিন আক্তার।

সহকারী পরিচালক নাসরিন আক্তার বলেন, ‘নগরীর কোতোয়ালী এলাকায় বিভিন্ন অপরাধে ছয়টি প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করে হয়েছে। সঙ্গে ভাউচার সংরক্ষণ না করায় চার প্রতিষ্ঠানকে সতর্কতা করা হয়েছে।’

আরএ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!