কোটের পকেটে পলিথিনে মোড়ানো ১৭৫০ ইয়াবা, যুবক ধরা

চট্টগ্রামের কোতোয়ালীতে এক হাজার ৭৫০ পিস ইয়াবাসহ মো. হোসেন (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) রাত ১০টা ৪০ মিনিটের দিকে নগরীর আন্দরকিল্লা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. হোসেন কক্সবাজারের সাবরাং ৭ নম্বর ওয়ার্ডের পুরান পল্লানপাড়ার মনতাজ ইসলামের ছেলে।

জানা গেছে, আন্দরকিল্লা মোড় এলাকায় এক মাদক কারবারি অবস্থান করছে এমন সংবাদ পেয়ে অভিযানে যায় পুলিশ। এ সময় তার গতিবিধি সন্দেহ তাকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে স্বীকার করে তার কোটের পকেটে পলিথিনে মোড়ানো ১৭৫০ পিস ইয়াবা রয়েছে। পরে ইয়াবাগুলো উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, আন্দরকিল্লা মোড়ে ব্যাংক এশিয়ার সামনে এক মাদক কারবারি অবস্থান করছে এমন খবর পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার গায়ে পরিহিত কোটের পকেট থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ১৭৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, সে টেকনাফ থেকে ইয়াবাগুলো পাইকারি ক্রয় করে খুচরা বিক্রয়ের উদ্দেশ্যে আন্দরকিল্লায় অবস্থান করছিল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এএন/এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!