কোচিং সেন্টার খোলা রাখায় তিন শিক্ষককে জরিমানা

লোহাগাড়ার আমিরাবাদ স্কুল রোডের একটি কোচিং সেন্টারে অভিযান চালিয়ে ৩ শিক্ষককে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের ১ লাখ টাকা জরিমানা করা হয়। আটক তিন শিক্ষক হলেন, জয়সেন বড়ুয়া, ইব্রাহিম খলিল ও আরিফুর রহমান।

বুধবার (১৮ মার্চ) লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌছিফ আহমেদের নেতৃত্বে কোচিং সেন্টারে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত।

এ প্রসঙ্গে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আবু হাসান সিদ্দিক চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষার কথা চিন্তা করে সতর্কতার অংশ হিসেবে ১৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান, কোচিং সেন্টার বন্ধ ঘোষণা করেছে সরকার। কিন্তু তারা সরকারি নির্দেশনা অমান্য করে কোচিং সেন্টার খোলা রেখেছেন। তাই তাদের ১ লাখ টাকা জরিমানা করা হয়। এরপরেও যদি কেউ সরকারি নির্দেশনা অমান্য করে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান, কোচিং সেন্টার খোলা রাখে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এসআর/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!