কারাগারেই যেতে হল চট্টগ্রামের এক ভুয়া সাংবাদিককে

এতদিন বড় বড় ক্যামেরা কাঁধে নিয়ে সাংবাদিক পরিচয় দিয়ে দিব্যি ঘুরে বেড়াতেন মো. অলি। ‘জি বাংলা বুলেটিন’ নামের একটি অবৈধ অনলাইন চ্যানেলের নাম বিক্রি করে চষে বেড়াতেন পুরো এলাকা। মিরসরাইয়ের প্রত্যন্ত অঞ্চলে অনেকেই তাকে সাংবাদিক হিসেবেই জানতেন।

কিন্তু হঠাৎ তার বিরুদ্ধে সমন জারি করেন আদালত। শেষ পর্যন্ত বুধবার (১৬ ফেব্রুয়ারি) পুলিশের হাতে ধরা পড়ে জেলে যান অলি।

অলির বাড়ি খৈয়াছড়া ইউনিয়নের নয়দুয়ার গ্রামে। তার বাবার নাম হাজী সিদ্দিক আহম্মদ।

পুলিশ জানায়, ২০১৯ সালে দায়েরকৃত একটি নন জিআর মামলায় মো. অলিকে সাজা দেন চট্টগ্রাম জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। বুধবার বিকালে তাকে গ্রেপ্তার করে মিরসরাই থানা পুলিশ। এরপর বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয় তাকে।

মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালে কথিত সাংবাদিক অলি এক ব্যক্তিকে হুমকি দিলে তিনি মামলা দায়ের করেন। প্রায় দুই বছর পর ২০২১ সালের ৪ মার্চ আদালত মামলার রায় দেন।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, অলির বিরুদ্ধে আদালতের সমন ছিল। তাকে বুধবার গ্রেপ্তার করে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, ২০২১ সালে কথিত সাংবাদিক অলিসহ তার আরো কয়েকজন সহযোগীর অপকর্মের বিরুদ্ধে দেশের শীর্ষস্থানীয় কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

আজিজ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!