কাপ্তাইয়ে ৪ দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা

কাপ্তাইয়ের নতুন বাজার এলাকায় করোনাভাইরাসকে পুঁজি করে ক্রেতাদের কাছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী অতিরিক্ত মূল্যে বিক্রয়ের অপরাধে ৪ দোকানি থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

শনিবার (২১ মার্চ) বিকেলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মোতাবেক ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশ্রাফ আহম্মেদ রাসেল।

তিনি বলেন, ‘যে সকল ব্যবসায়ীরা অতিরিক্ত মুনাফা করছে তাদেরকে আমরা মোবাইল কোর্টের মাধ্যমে দণ্ড দিয়েছি। আমরা মূলত মানুষকে সচেতন করতে চাই, করোনা নিয়ে মানবসৃষ্ট কোন আতঙ্ক যেনো আমাদের মধ্যে চাপিয়ে দেয়া না হয়। এতে আমরা সকলের সহযোগিতা চাই।’

অভিযানে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম খলীল, কাপ্তাই উপজেলা ছাত্রলীগ সভাপতি এম নূর উদ্দিন সুমন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ইলিয়াছ, কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মো. কবির হোসেন, প্রেস ক্লাবের অর্থ সম্পাদক নূর হোসেন মামুন, কাপ্তাই উপজেলা নির্বাহী কার্যালয়ের অফিস সুপার মো. সিরাজুল ইসলাম, নতুন বাজার বণিক কল্যাণ সমবায় সমিতি লি. এর সাধারণ সম্পাদক মো. একরামুল হকসহ আরও অনেকে।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অসাধু ব্যবসায়ীদের সাজার আওতায় আনায় ধন্যবাদ জানিয়ে কাপ্তাই নতুন বাজার বণিক কল্যাণ সমবায় সমিতি লি.এর সাধারণ সম্পাদক মো. একরামুল হক ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, ‘দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা আমাদের সকলের দায়িত্ব।’

এসবি/এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!