করোনা শনাক্তের কিট চট্টগ্রামে

নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্তকরণের কিট এসে পৌঁছেছে চট্টগ্রামে। এবার থেকে চট্টগ্রামেও করোনা সন্দেহে উপসর্গ নিয়ে আসা ব্যক্তিদের পরীক্ষা করা সম্ভব। সীতাকুণ্ডের ফৌজদার হাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশনস ডিজিজ (বিটিআইডি) হাসপাতালে করোনাভাইরাসের পরীক্ষা ব্যবস্থা করা হয়েছে।

শনিবার (২১ মার্চ) এ বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

এ প্রসঙ্গে সিভিল সার্জন বলেন, ‘করোনাভাইরাস পরীক্ষায় চট্টগ্রামের বিটিআইডিতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যেই সেখানে কীট এসেছে। করোনা সন্দেহে যে কোনো রোগীকে এখন থেকে চট্টগ্রামে পরীক্ষা করানো সম্ভব হবে। যদিও চট্টগ্রামে এখনও করোনাভাইরাস আক্রান্ত কোনো ব্যক্তি শনাক্ত হয়নি। তবে এ পর্যন্ত ৮৫৭জন বিদেশফেরত ব্যক্তি বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।’

বিটিআইডির পরিচালক প্রফেসর ডা. এম এ হাসান চৌধুরী চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘আমরা চট্টগ্রামের সন্দেহজনক ব্যক্তিদের নমুনা সংরক্ষণ করে ঢাকায় আইইডিসিআরে পাঠাচ্ছি। আজও দুইজনের পাঠালাম। আমরা আগামীকাল তিন জন কর্মকর্তা পাঠাবো ঢাকায়। সেখানে ল্যাবরেটরি টেস্ট পরীক্ষার কিছু প্রশিক্ষণ হবে। এর এরপরই এখানে পরীক্ষা শুরু হবে। আশার কথা, চট্টগ্রামে এই ভাইরাসের পজিটিভ কোনো রোগী পাওয়া যায়নি।’

এসআর/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!