কাউন্সিলর মনোনয়নে এগিয়ে যারা (দ্বিতীয় পর্ব)

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে আওয়ামী লীগ থেকে মনোনয়ন ঘোষণা একদিন পিছিয়ে যেতে পারে। আগামী ১৯ ফেব্রুয়ারি কাউন্সিলর পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করার কথা থাকলেও তা একদিন পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে ২০ ফেব্রুয়ারি কাউন্সিলর প্রার্থীদের নাম ঘোষণা করা হতে পারে। এবারের চসিক নির্বাচনে কাউন্সিলর পদে বেশ কিছু নতুন মুখ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। সাবেক কাউন্সিলরদের অনেককেও বেছে নেওয়া হতে পারে।

বাংলাদেশ আওয়ামী লীগের দায়িত্বশীল একাধিক নির্ভরযোগ্য নেতার সাথে আলাপ করে এ সকল তথ্য পাওয়া গেছে। তারা বলেছেন, এবারের চসিক নির্বাচনে বেশ কিছু নতুন প্রার্থীকে মনোনয়ন দেওয়া হবে। পাশাপাশি বিভিন্ন সময় দায়িত্ব পালন করা সাবেক কাউন্সিলরদেরও দলীয় মনোনয়ন দেওয়া হতে পারে।

জানা গেছে, ২৪ নম্বর উত্তর আগ্রাবাদ ওয়ার্ডে মহানগর ছাত্রলীগের সহসভাপতি জয়নাল উদ্দিন জাহেদের মনোনয়ন পাওয়ার সম্ভাবনা বেশ। তবে সাবেক কাউন্সিলর জাবেদ নজরুলও চলে আসতে পারেন।

২৫ নম্বর রামপুর ওয়ার্ডে মনোনয়ন পেতে পারেন আব্দুস সবুর লিটন। লিটন এই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। এছাড়া হালিশহর থানা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি।

২৭ নম্বর দক্ষিণ আগ্রাবাদ আজিজুর রহমান আজিজ। চট্টগ্রামের ইসলামিয়া কলেজ ছাত্রলীগের সভাপতি ও ছাত্র সংসদের ভিপি হিসেবে দায়িত্ব পালন করা সাবেক এই ছাত্রনেতা বর্তমানে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বেসরকারি কারা পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করছেন।

২৮ নম্বর পাঠানটুলী ওয়ার্ডে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে অনেকটা এগিয়ে আছেন নজরুল ইসলাম বাহাদুর। এই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তিনি।

৩০ নম্বর পূর্ব মাদারবাড়ি থেকে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে এগিয়ে আছে ইসলামিয়া কলেজের সাবেক ভিপি খলিলুর রহমান নাহিদ।

৩৩ নম্বর ফিরিঙ্গিবাজার ওয়ার্ডে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার সম্ভাবনা আছে মোহাম্মদ সালাউদ্দিনের। চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তিনি।

৩৪ নম্বর পাথরঘাটা ওয়ার্ডে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার লড়াইয়ে এগিয়ে আছেন আনিছুর রহমান ইমন। তিনি সরকারি সিটি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি।

৩৫ নম্বর বক্সির হাট ওয়ার্ড থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেতে পারেন ফয়েজ উল্লাহ চৌধুরী বাহাদুর। বক্সির হাট ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি।

রোববার (১৬ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেন চসিক নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিমসহ চট্টগ্রামের ৫ শীর্ষ নেতা। সেখানেও কাউন্সিলর মনোনয়ন প্রসঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী। যারা স্বচ্ছ ভাবমূর্তির এবং যাদের বিরুদ্ধে অন্যায় কর্মকাণ্ডের অভিযোগ নেই, তাদেরই চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার কথা বলেছেন তিনি।

এআরটি/এসএস/সিপি

প্রথম পর্বে—
৩ থেকে ২১ নম্বর ওয়ার্ডে যারা এগিয়ে আছেন

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!