কর্ণফুলীতে ড্রেজার মেশিন জব্দ, পুড়িয়ে দেয়া হলো কারেন্ট জাল

কর্ণফুলী নদীতে অবৈধভাবে মাছ শিকার ও মাছের পোনা ধরছিল জেলেরা। তীর ঘেঁষে ড্রেজার মেশিনে তোলা হচ্ছিল বালুও। ম্যাজিস্ট্রেট গিয়ে পুড়িয়ে দেন কারেন্ট জাল ও মশারি জাল। নদীর তীর ঘেঁষে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একটি ড্রেজার মেশিনও জব্দ করা হল। মঙ্গলবার (১৪ জুলাই) ভ্রাম্যমাণ অভিযান চালিয়েছে কর্ণফুলী উপজেলা প্রশাসন।

মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নোমান হোসেন এ অভিযান পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নোমান হোসেন বলেন, ‘নদীর চর এলাকায় মাছের পোনা ধরা হচ্ছে এমন সংবাদ পেয়ে মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত অভিযান চালাই। উপস্থিতি টের পেয়ে জেলেরা জাল ফেলে পালিয়ে যায়। বেশ কিছু কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে দিই। তীর ঘেঁষে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একটি ড্রেজার মেশিনও জব্দ করা হয়েছে।

অভিযানে উপজেলা মংস্য কর্মকতা লুতফুর রহমান, নৌ পুলিশসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!