কর্ণফুলীতে খালের অবৈধ দখল উচ্ছেদ

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জ্যেটেক এলাকার অবৈধভাবে গড়ে ওঠা ফুটপাত, চরলক্ষ্যা ও শিকলবাহা শাখা খালের অবৈধ স্থাপনাগুলো অভিযান চালিয়ে উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৩ ডিসেবম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মারুফা বেগম নেলী।

তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে সড়কে ফুটপাত ও খাল দখল করে স্থাপনা তৈরি করায় এই অভিযান। খালের দুইপাশে অবৈধভাবে গড়ে ওঠা দোকানিদেরও গরুর বাজারে ময়লা আর্বজনায় খালটি ভরাট হয়ে যাচ্ছে। অবৈধ দখলদারদের মৌখিকভাবে খাল ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং পানি চলাচলের জন্য খালটি পরিস্কার করে দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘যতদিন অবৈধ স্থাপনা থাকবে, ততদিন উচ্ছেদ অভিযান চলবে।’

সম্প্রতি নদীসহ খাল দখলমুক্ত করতে এ উচ্ছেদ অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন। এ অভিযানে উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!