করোনায় সৌদি আরবে মারা যাওয়া হাসান চট্টগ্রামের ছেলে

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সৌদি আরবে মারা গেছেন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সন্তান মোহাম্মদ হাসান (৪০)। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৯টায় (সৌদি আরব সময়) তার মৃত্যু হয়।

হাসান লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের দক্ষিণ চাকপিরানী ৯নং ওয়ার্ডের দূর্লভপাড়ার মো. লিয়াকত আলীর পুত্র।

নিহতের ছোট ভাই মোহাম্মদ হেলাল চট্টগ্রাম প্রতিদিনকে মুঠোফোনে জানান, হঠাৎ অসুস্থবোধ করায় হাসানকে তার ফুফাতো ভাই গত ২১মার্চ সৌদি আরবের মদিনায় একটি হাসপাতালে ভর্তি করান। তিন দিন পর চিকিৎসকরা জানান হাসান করোনা ভাইরাসে আক্রান্ত। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার মারা যান হাসান।

তিনি আরও জানান, হাসান প্রায় ২০ বছর ধরে সৌদি আরবে অবস্থান করছিলেন। সর্বশেষ দেড় বছর আগে দেশে এসেছিলেন। তিনি মদিনায় ব্যবসা করতেন।

এদিকে মোহাম্মদ হাসানের মরদেহ দেশে আনতে পারবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছে তার পরিবার। তারা এ বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহযোগিতা চেয়েছেন।

এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!