কক্সবাজারে ৪ রোহিঙ্গাসহ ৩৩ জনের করোনা শনাক্ত, চকরিয়ায় ১৭

কক্সবাজারে ২৪ ঘণ্টায় ৪ রোহিঙ্গাসহ নতুন ৩৩ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এছাড়া ফলোয়াপ করোনা পজিটিভ এসেছে ৮ জনের। কক্সবাজারে মঙ্গলবার (১৯ মে) নতুন করোনা শনাক্ত রোগীর মধ্যে চকরিয়া উপজেলার ১৭ জন রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার মেডিকেল কলেজের প্যাথলজি বিভাগের প্রধান ডা. রূপেশ পাল। তিনি বলেন, কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে আজ মঙ্গলবার ১৭৮ জন সন্দেহভাজন রোগীর করোনা টেস্ট করা হয়। এদের মধ্যে ৪২ জনের ‘পজিটিভ’ আসে। যাদের মধ্যে ৮ জন ফলোআপ রোগী রয়েছেন।

জানা গেছে, মঙ্গলবার নতুন শনাক্ত হওয়া ৩৪ জনের মধ্যে কক্সবাজার জেলার ২৯ জন, পার্বত্য বান্দরবান জেলার একজন ও রোহিঙ্গা শরণার্থী শিবিরের ৪ জন রয়েছেন। এদের মধ্যে কক্সবাজার সদরের ৫ জন, রামুর একজন, চকরিয়ার সর্বাধিক ১৭ জন, উখিয়ার ৩ জন, টেকনাফে একজন, পেকুয়ায় দুইজন ও রোহিঙ্গা শিবিরে ৪ জন। এছাড়া বান্দরবানে একজন রয়েছেন।

অপরদিকে ৮ জন ফলোআপ রোগীদের মধ্যে ৭ জনই চকরিয়া উপজেলার বাসিন্দা। আরেকজন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!