কক্সবাজারে একদিনে ২৩ করোনা রোগী শনাক্ত

কক্সবাজারে দিন দিন বাড়ছে করোনা রোগীর সংখ্যা। বুধবার (২০ মে) কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে কক্সবাজার জেলায় ২৩ জন, চট্টগ্রামের লোহাগাড়ার ৫ জন এবং বান্দরবানের ১ জন।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া। তিনি বলেন, বুধবার কমেকের পিসিআর ল্যাবে মোট ১৫৪ জনের নমুনা পরীক্ষা টেস্ট করা হয়। এদের মধ্যে ২৯ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়।

নতুন শনাক্ত ২৯ করোনা রোগীর মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ১১ জন, চকরিয়া উপজেলায় ৯ জন, উখিয়া উপজেলায় ২ জন, পেকুয়া উপজেলায় ১ জন, চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ৫ জন এবং বান্দরবানের ১ জন রয়েছে।

এছাড়া ৪ জন পুরাতন করোনা রোগীর ফলোআপ রিপোর্ট ‘পজিটিভ’ এসেছে। এ নিয়ে কক্সবাজার জেলায় আজ বুধবার পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২৬১ জনে।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!