ওসি প্রদীপসহ ৩ জনকে রিমান্ডে নিলো র‌্যাব

মেজর সিনহা হত্যা মামলার অন্যতম আসামি টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশসহ ৩ জনকে রিমান্ডে নিয়েছে র‌্যাব-১৫।

রিমান্ডে নেওয়া অন্য আসামিরা হলো- টেকনাফের বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের বরখাস্ত হওয়া ইন্সপেক্টর লিয়াকত আলী ও এসআই নন্দ দুলাল রক্ষিত।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১১টার দিকে র‌্যাবের কয়েকটি গাড়ির বহর নিশ্চিদ্র নিরাপত্তার মধ্যে সিনহা হত্যা মামলায় কারাগারে থাকা ৩ আসামিকে র‌্যাব হেফাজতে নিয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার জেলা কারাগারের সুপার মো. মোকাম্মেল হোসেন।

এর আগে সোমবার (১৭ আগস্ট) রাতে এই তিন আসামিকে মঙ্গলবার (১৮ আগস্ট) রিমান্ডে নিয়ে যাওয়া হবে জানিয়েছিলেন র‌্যাব-১৫ এর উপঅধিনায়ক মেজর মেহেদী হাসান।

প্রসঙ্গত, গত ৩১ জুলাই রাতে টেকনাফের শামলাপুর তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান।

এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!