এস আলম পাওয়ার প্ল্যান্টের বিদ্যুৎ নেই, চট্টগ্রামে লোডশেডিং চরমে

বাঁশখালীর এস আলম পাওয়ার প্ল্যান্ট বন্ধ থাকায় চট্টগ্রামে বিদ্যুতের ঘাটতি দেখা দিয়েছে। এ বিষয়টি জানিয়েছেন চট্টগ্রাম পিডিবির প্রধান প্রকৌশলী রেজাউল করিম।

তিনি চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, আমরা বাঁশখালীর এস আলম পাওয়ার প্ল্যান্ট থেকে ৬০০ মেগাওয়াটের মত বিদ্যুৎ পেতাম। এটা বন্ধ থাকায় লোডশেডিং করতে হচ্ছে। বুধবার সারাদিন নগরীতে লোডশেডিং প্রায় ২০০ মেগাওয়াট। এস আলম প্ল্যানটা চালু হলে ঘাটতিটা কমবে।’

এদিকে ভাদ্র মাসের খড়তাপে বিদ্যুৎহীন অবস্থায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বিদ্যুতের আসা-যাওয়ায় বেশি ভোগান্তিতে পড়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা। লোডশেডিংয়ের কারণে তাদের পড়াশুনায় ব্যঘাত ঘটছে।

পিডিবির প্রধান প্রকৌশলী জানিয়েছেন, এস আলম পাওয়ার প্ল্যান্ট বুধবার বিকেল থেকে চালু হতে পারে। তাহলে লোডশেডিং কমবে।

আইএমই/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!