এলোমেলো ব্যাটিংয়ের পর টাইগারদের নির্বিষ বোলিং, চট্টগ্রামে জয় দেখছে পাকিস্তান

চট্টগ্রাম সাগরিকায় দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের এলোমেলো ব্যাটিংয়ের পর বোলারদের নির্বিষ বোলিংয়ে জয় দেখছে পাকিস্তান। চতুর্থ দিনেই জয়ের দ্বারপ্রান্তে পাকিস্তান। দিনশেষে কোন উইকেট না হারিয়ে স্কোর বোর্ডে ১০৯ রান তুলে ফেলেছে পাকিস্তান। জয়ের জন্য শেষদিনে তাদের প্রয়োজন ৯৩ রান। হাতে ১০ উইকেট।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ইনিংসে ৩৩০ রান করে বাংলাদেশ দল। পরে নিজেদের ইনিংস শুরু করতে নামা পাকিস্তানকে ২৮৬ রানে আটকে দেয় টাইগাররা। এতে ৪৪ রানে লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে ১৫৭ রানে থামে বাংলাদেশের ইনিংস। সব মিলিয়ে জয়ের জন্য সফরকারীদের প্রয়োজন ২০২ রান।

লক্ষ্য তাড়া করতে নেমে সাবধানী শুরু পাকিস্তান। দুই ওপেনার আবিদ আলী আর আব্দুল্লাহ শফিক কোন ঝুঁকি না নিয়ে বলে মান বিচার করে খেলছেন। প্রথম ইনিংসে দুই ব্যাটসম্যান উদ্বোধনি জুটিতে জমা করেন ১৪৬ রান। যেখানে সেঞ্চুরি হাঁকিয়ে আবিদ খেলেন ১৩৩ রানের ইনিংস। অভিষিক্ত আসাদের ব্যাট থেকে আসে ৫২ রান। দ্বিতীয় ইনিংসেও অপ্রতিরোধ্য গতিতে ছুটছেন দুজন।

এদিন বাংলাদেশি বোলারদের কোন সুযোগই তৈরি করতে দেননি আবিদ-শফিক। দুজনেই তুলে নিয়েছেন অর্ধশতক। আলোক স্বল্পতায় বেশ আগেই শেষ হয় চতুর্থ দিনের খেলা।

এতে নিশ্চিতভাবেই বলা যায়, বড় হারের শঙ্কায় বাংলাদেশ দল। তবে ওই যে, যারা বিশ্বাস করেন, ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা- সে সমর্থকরা হয়তো অপেক্ষায় থাকবে, অলৌকিক কিছু করে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ জয়ের স্বাদ এনে দেবেন তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজরা। তবে বাস্তবার আলোকে সেই আশার বাস্তবায়ন বড্ড অসম্ভব।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!