এইচএসসির ফল পুনঃনিরীক্ষণের সময়সীমা ২৪ জুলাই পর্যন্ত

২০১৯ সালের চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় ১৭ জুলাই প্রকাশিত ফলাফলে যারা অকৃতকার্য অথবা আশানুরূপ ফলাফল পায়নি তারা ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন। ১৮-২৪ জুলাই পর্যন্ত আবেদন করা যাবে।

শুধুমাত্র টেলিটক আপারেটর থেকেই ফলাফল পুনঃমূল্যায়ন করতে হবে। নির্ধারিত ফি পরিশোধ করে ফল পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে। প্রতিটি পত্রের জন্য আবেদন ফি ১৫০/-(একশত পঞ্চাশ) টাকা। যে সকল বিষয়ের দুটি পত্র রয়েছে। বাংলা ও ইংরেজি সে সকল বিষয়ের ক্ষেত্রে একটি বিষয় কোডের বিপরিতে দুটি পত্রের আবেদন বলে গণ্য হবে তাই এ ক্ষেত্রে খরচ হবে ৩০০ টাকা।

আপনার সাথে যোগাযোগ এর একটি ব্যাক্তিগত নম্বর (বাংলাদেশের যে কোন অপারেটরের নম্বর) দিতে পারবেন।

আবেদন করতে এসএমএস করবেন যেভাবে

মোবাইল এর ম্যাসেজ অপশন এ গিয়ে লিখবেন-

RSCআপনার বোর্ড এর নামের প্রথম ৩ অক্ষররোল নম্বরবিষয় কোড

উদাহরণঃ চট্টগ্রাম বোর্ড এর কোন শিক্ষার্থীর রোল নম্বর যদি হয় 507494 তার বাংলার জন্যে আবেদন করতে লিখতে হবে এভাবেঃ RSCCHI507494101

এরপর ম্যাসেজটি 16222 এই নম্বরে পাঠাতে হবে।

উল্লেখ্য, আপনি একটি এসএমএসের মাধ্যমে একসাথে একাধিক বিষয়ের জন্যে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে কমা (,) দিয়ে বিষয়গুলোর কোড আলাদাভাবে লিখতে হবে। যেমন-
RSCCHI507494101,102,107

এক্ষেত্রে প্রতিটি বিষয়ের প্রতিটি পত্রের জন্যে ১৫০ টাকা করে চার্জ করা হবে এবং যে সকল বিষয়ের ২ টি পত্র রয়েছে যেমনঃ বাংলা ও ইংরেজি সে সকল বিষয়ের একটি পত্রে কিংবা দুটি পত্রে আবেদন করতে পারবেন।

ফিরতি এসএমএসে কত টাকা কেটে নেওয়া হবে জানিয়ে আপনাকে একটি পিন নম্বর দেওয়া হবে। আপনি রাজি থাকলে এর পর ম্যাসেজ অপশন এ গিয়ে লিখবেনঃ

RSCYESপিন নম্বরআপনার সাথে যোগাযোগের একটি নম্বর (যে কোন অপারেটর)

উদাহরণ- ফিরতি এসএমএস এ প্রদত্ত আপনার পিন নম্বর হল 12345 এবং আপনার মোবাইল নম্বর 01913XXXXXX সেক্ষেত্রে আবেদন করবেন এভাবে-

RSCYES1234501913XXXXXX

এর পর ম্যাসেজটি 16222 এই নম্বরে পাঠাতে হবে।

সেন্ড করার পর ফিরতি এসএমএসে এ আবেদন কনফার্মেশন সংক্রান্ত একটি বার্তা আসবে। সেখানে ট্র্যাক নম্বর দেয়া থাকবে; যা আপনার আবেদন গ্রহণ করার রেফারেন্স হিসেবে সংরক্ষণ করা যেতে পারে।

উপরের প্রক্রিয়াগুলো সঠিক ভাবে সম্পন্ন হলে ফলাফল পুনঃনিরীক্ষণ প্রক্রিয়া সম্পন্ন হবে।

আবেদনের সময়সীমা

এই প্রক্রিয়া সাধারণত পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার পরদিন থেকে এক সপ্তাহব্যাপী চলে। ২০১৯ সালের ফলাফল পুনঃনিরীক্ষণ প্রক্রিয়া ১৮-২৪ জুলাই পর্যন্ত চলবে।

সাধারণত ফলাফল পুনঃনিরীক্ষণ এর ফলাফল মূল ফলাফল প্রকাশের ৩০ দিনের মধ্যেই প্রতি শিক্ষা বোর্ডের নিজ নিজ ওয়েবসাইটে পিডিএফ আকারে প্রকাশ করে থাকে। এছাড়া আবেদনকারীর আবেদন করার সময় প্রদান করা ব্যক্তিগত মোবাইল নম্বরেও কেন্দ্রীয়ভাবে ফলাফল এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়। ২০১৯ সালের এইচএসসি ফলাফল পুনঃমূল্যায়ন এর ফলাফল যথাসময়ে প্রকাশ করা হবে। প্রকাশ হওয়া মাত্র সকল শিক্ষা বোর্ড এর ফলাফল পুনঃমূল্যায়নের বিস্তারিত ফলাফল বোর্ডের ওয়েবসাইটে দেখা যাবে।

এসআর/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!